২০১৯ সালের তুলনায় ২০২০ সালের প্রথমার্ধে উন্নত দেশ হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্রের মানুষের গড় আয়ু হ্রাস পেয়েছে। দেশটিতে এমন পরিবর্তনের অন্যতম কারণ হিসেবে ক্রমবর্ধমান করোনাভাইরাস মহামারির প্রকোপের বিষয়টির উল্লেখ করছেন বিশেষজ্ঞরা।

মার্কিন জাতীয় রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) থেকে সম্প্রতি এ সংক্রান্ত এক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। তাতে জানানো হয়েছে যে, যুক্তরাষ্ট্রের মানুষের গড় আয়ু গত বছরের চেয়ে এ বছর অনেকটা কমেছে। দেশের গড় আয়ু এখন ৭৭ দশমিক ৮ বছর। 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির বৃহস্পতিবারের অনলাইন প্রতিবেদন অনুযায়ী সিডিসির মরটালিটি স্ট্যাটিস্টিকস বিভাগের প্রধান ডা. রবার্ট অ্যান্ডারসন বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বার্তা সংস্থা এপিকে বলেছেন, ‘এটা একটা বিশাল অবনমন।’

সামগ্রিকভাবে যুক্তরাষ্ট্রের মানুষের গড় আয়ু কমলেও সংখ্যালঘু নৃ-গোষ্ঠীর মধ্যে ব্যাপক পরিবর্তন দেখা গেছে। গড় আয়ু সবচেয়ে কমেছে কৃষ্ণাঙ্গ পুরুষদের ক্ষেত্রে। ২০২০ সালের জানুয়ারি থেকে জুনের মধ্যে এই গোষ্ঠীটির গড় আয়ু কমেছে তিন বছর। একই সময়ে হিস্পানিক আমেরিকানদের গড় আয়ু ২ দশমিক ৪ বছর কমেছে।  

ডা. রবার্ট অ্যান্ডারসন বলছেন, ‘গড় আয়ুর এমন অবনমন দেখতে হলে আপনাকে গত শতাব্দীর চল্লিশের দশকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালের দিকে ফিরে তাকাতে হবে। এরপর দেশের গড় আয়ু কখনো এতটা হ্রাস পায়নি।’

যুক্তরাষ্ট্রের পুরুষদের গড় আয়ু এখন ৭৫ দশমিক ১ বছর; ২০১৯ সালের চেয়ে যা ১ দশমিক ২ বছর কম। অপরদিকে দেশটির নারীদের প্রত্যাশিত গড় আয়ু এখন ৮০ দশমিক ৫ বছর; যা প্রায় এক বছর কমেছে।   

সিডিসির প্রতিবেদন অনুযায়ী করোনাভাইরাসে মৃত্যু দেশটিতে প্রত্যাশিত গড় আয়ু হ্রাস পাওয়ার প্রধান কারণ। উল্লেখ্য, মহামারি করোনায় যুক্তরাষ্ট্রে ৪ লাখ ৯০ হাজারের বেশি মানুষের প্রাণহানি হয়েছে; যা বিশ্বে সর্বাধিক। 

এএস