ফাইল ছবি

ভারতীয় অর্থনীতির ওপর আস্থা থাকার কথা জানিয়েছে সৌদি আরব। দেশটি বলছে, আর সে কারণেই ভারতে তাদের বিনিয়োগের যে পরিকল্পনা ছিল তা সে মাফিকই এগিয়ে যাবে। বিশ্বের বৃহত্তম তেল রফতানিকারক দেশ সৌদি আরব বলছে, করোনা মহামারি ভারতীয় অর্থনীতির যে ক্ষতি করেছে ভারতের তা কাটিয়ে ওঠার সক্ষমতা রয়েছে। 

ভারতে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. সৌদ বিন মোহাম্মদ আল সাতি এক সাক্ষাতকারে ভারতরে অর্থনীতি নিয়ে সৌদির এ দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। 

গত বছরের ফেব্রুয়ারিতে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ভারতে পেট্রোকেমিক্যালস, তেল পরিশোধন, অবকাঠামো, খনন, উৎপাদন, কৃষি ও অন্যান্য অনেক ক্ষেত্রে মোট ১০০ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছিলেন।

সৌদ বিন মোহাম্মদ আল সাতি বলেন যে, ভারতে আমাদের বিনিয়োগের পরিকল্পনা ঠিক পথে চলছে। উভয় দেশ বিনিয়োগের অগ্রাধিকার নির্ধারণে নিযুক্ত রয়েছে। 

মহামারি সংকট থেকে অর্থনীতিকে পুনরুদ্ধারে ভারতের পদক্ষেপের প্রশংসাও করেন ওই রাষ্ট্রদূত। দুই দেশের অর্থনীতির উন্নতি এ অঞ্চলের অন্যান্য দেশের অর্থনীতিকেও সহায়তা করবে। তিনি বলেন, ভারত বিশ্বের পঞ্চম বৃহত্তম এবং দক্ষিণ এশিয়ার বৃহত্তম অর্থনীতি। মহামারি বর্তমান সঙ্কটের প্রভাবগুলো অতিক্রম করার ক্ষমতা ভারতের রয়েছে।

ভারতীয় সেনাপ্রধান জেনারেল মমনোজ মুকুন্দ নারাভানের সাম্প্রতিক সৌদি সফরের প্রসঙ্গে রাষ্ট্রদূত সৌদ বিন মোহাম্মদ বলেন, ২০১৯ সালে কৌশলগত অংশীদারি কাউন্সিল গঠন অনেক ক্ষেত্রেই দুই দেশের মধ্যে সহযোগিতার নতুন পথ উন্মুক্ত করেছে। এর মধ্যে প্রতিরক্ষা, সুরক্ষা এবং পর্যটন খাতও অন্তর্ভুক্ত রয়েছে। 

জেনারেল নারভানে গত সপ্তাহে সৌদি সফরে গিয়েছিলেন। কোনো ভারতীয় সেনাপ্রধানের এটিই প্রথম সৌদি সফর ছিল। গত বছরের অক্টোবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রিয়াদ সফরকালে কৌশলগত অংশীদারি কাউন্সিল গঠিত হয়েছিল। এই কাউন্সিল উভয় পক্ষের মধ্যে কৌশলগত অংশীদারিত্বের অগ্রগতির পর্যালোচনা করে।

এনএফ