করোনা বিধিনিষেধ শিথিল হচ্ছে ইসরায়েলে
করোনা বিধিনিষেধ শিথিল করছে ইসরায়েল। রোববার থেকে দেশটির দোকানপাট, লাইব্রেরি এবং জাদুঘরগুলো খুলে দেওয়া হয়েছে। তবে এসব জায়গায় যেতে হলে সামাজিক দূরত্ব বজায় রাখা এবং মাস্ক পরা বাধ্যতামূলক বলেও উল্লেখ করা হয়েছে এ বিষয়ক সরকারি আদেশে।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, স্বাভাবিক জীবনে ফেরার প্রাথমিক পদক্ষেপ হিসেবে বিধিনিষেধ শিথিলের এই উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারি আদেশ অনুযায়ী, আজ রোববার থেকে ইসরায়েলিরা সামাজিক দূরত্ব বজায় রেখে চিড়িয়াখানা, সিনেমা হল বা এ ধরনের বিনোদন কেন্দ্রগুলোতেও যেতে পারবেন।
বিজ্ঞাপন
করোনার তৃতীয় সংক্রমণের ঢেউ সামাল দিতে গতবছর ২৭ ডিসেম্বর থেকে যে লকডাউন চলছিল ইসরায়েলে, রোববারের আদেশের মধ্যে দিয়ে কার্যত তার অবসান ঘটল।
তবে ব্যয়ামাগার, হোটেল-রেস্তোঁরা, সিনাগগে (ইহুদিদের ধর্মীয় উপাসনালয়) যারা যেতে চান, তাদেরকে অবশ্যই গ্রীন পাসপোর্টধারী হতে হবে। যেসব ইসরায়েলী করোনা টিকা নিয়েছেন, তাদের গ্রিন পাসপোর্ট দিয়েছে দেশটির সরকার।
বিজ্ঞাপন
এছাড়া যারা করোনা থেকে সেরে উঠেছেন এবং শারীরিক কারণে এই মূহুর্তে টিকা নিতে পারছেন না, তারা এই আদেশের আওতামুক্ত।
তবে ইসরায়েলের বিমানবন্দরগুলো এখনো বন্ধ রাখা হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আরো দু’সপ্তাহ বন্ধ থাকবে সেগুলো।
নানা প্রতিকূলতা সত্ত্বেও করোনার গণটিকাদান কর্মসূচিতে এখন পর্যন্ত শীর্ষে রয়েছে ইসরায়েল। এই কর্মসূচির আওতায় এখন পর্যন্ত দেশটির ৪৯ শতাংশেরও বেশি মানুষকে টিকা দেওয়া হয়েছে।
সূত্র: বিবিসি
এসএমডব্লিউ