মিয়ানমার সেনাবাহিনীর পেজ বন্ধ করল ফেসবুক
মিয়ানমারে ক্ষমতাসীন জান্তা সরকারের বিরুদ্ধে চলমান শান্তিপূর্ণ বিক্ষোভে সহিংসতা উস্কে দেওয়া এবং সাধারণ জনগণের জানমালের ক্ষতি করার অভিযোগের প্রেক্ষিতে দেশটির সেনাবাহিনীর মূল অফিসিয়াল পেজ ‘তাতমাদৌ ট্রু নিউজ ইনফরমেশন টিম পেজ’ বন্ধ করে দিয়েছে ফেসবুক।
মিয়ানমারের জনগণের কাছে সেখানকার সেনাবাহিনী তাতমাদৌ নামে পরিচিত। রোববার থেকে দেশটির সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ব্যবহারকারীরা তাতমাদৌর প্রধান ফেসবুক পেজে ঢুকতে পারছেন না।
বিজ্ঞাপন
রোববার এক বিবৃতিতে ফেসবুকের এক মুখপাত্র এ সম্পর্কে বলেন, ‘মিয়ানমারে সহিংসতা উস্কে দেওয়া এবং সেখানকার জনগণের জানমালের ক্ষয়ক্ষতি সংঘঠনে মিয়ানমার সেনাবাহিনী বারবার আমাদের নীতিমালা লঙ্ঘণ করেছে। এ কারণে আমাদের বৈশ্বিক নীতিমালার প্রতি সম্মান রেখে তাতমাদৌ ট্রু ইনফরমেশন টিম পেজটি বন্ধ করা হলো।’
দুই সপ্তাহের বেশি সময় ধরে মিয়ানমারে সেনাশাসনের বিরুদ্ধে বিক্ষোভ চলছে। এই বিক্ষোভে সবচেয়ে সহিংস ও রক্তক্ষয়ী দিন ছিল গতকাল শনিবার। দেশটির দ্বিতীয় প্রধান শহর মান্দালয়ে পুলিশের গুলিতে সেদিন ২জন নিহত হন, আহত হন আরও ২০জন।
বিজ্ঞাপন
তার আগের দিন শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় আহত এক নারী বিক্ষোভকারী মারা যান। মিয়ানমারে অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে সেটাই ছিল প্রথম মৃত্যুর ঘটনা। ২০ বছর বয়সী মিয়া থেওয়ে থেওয়ে খাইং নামের ওই নারী বিক্ষোভকারী ৯ ফেব্রুয়ারি নেইপিদোতে সেনা শাসনবিরোধী বিক্ষোভকালে গুলিবিদ্ধ হয়েছিলেন।
২০১৭ সালে রোহিঙ্গাদের ওপর নির্যাতন ও তাদের দেশত্যাগে বাধ্য করার পর থেকে মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু করেছে ফেসবুক। ২০১৭ - ২০১৮ পর্যন্ত মিয়ানমারের বর্তমান জান্তা সরকারপ্রধান মিন অং হ্লেইংসহ ১৯ জ্যেষ্ঠ্য সামরিক কর্মকর্তা, এবং তাদের মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোর প্রায় কয়েক শ’ ফেসবুক পেজ বন্ধ করে দিয়েছে এই সামাজিক যোগাযোগমাধ্যমটির কর্তৃপক্ষ।
‘তাতমাদৌ ট্রু নিউজ ইনফরমেশন টিম পেজ’ বন্ধ করে দেওয়ার পর এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে মিয়ানমারের সেনা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স। তবে মিয়ানমারের সেনা কর্তৃপক্ষ কোনও সাড়া দেয়নি।
সূত্র: রয়টার্স
এসএমডব্লিউ