যুক্তরাষ্ট্রের লুইসিয়ানা অঙ্গরাজ্যের একটি বন্দুকের দোকানে গোলাগুলিতে অন্তত তিনজন নিহত ও আরও দু’জন আহত হয়েছেন। শনিবার স্থানীয় সময় সকালের দিকে গোলাগুলির ঘটনায় এই হতাহত হয়েছে বলে খবর দিয়েছে বিবিসি।

স্থানীয় শেরিফ বলেছেন, লুইসিয়ানার নিউ অরলিন্সের একটি বন্দুকের দোকানে প্রথমে একজন বন্দুকধারী গুলি ছোড়েন। এতে দুজন আহত হন। পরে দোকানের অন্যরা নিজেদের অস্ত্র তুলে নিয়ে ওই বন্দুকধারীকে লক্ষ্য করে গুলিবর্ষণ করেন।

এ ঘটনায় দোকানের দু’জন ও প্রথম বন্দুকধারী নিহত হন। তবে তাদের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। স্থানীয় কর্মকর্তারা বলেছেন, নিউ অরলিন্সের শহরের জেফারসন গান আউটলেটে গোলাগুলির ঘটনায় তদন্ত চলমান রয়েছে।

গ্রাহক, কর্মী এবং অন্যান্য ব্যক্তিরা ছাড়াও দোকানে বেশ কয়েকজন বন্দুকধারী ছিলেন বলে ধারণা করছেন জেফারসন প্যারিশের শেরিফ জোসেফ লোপিন্টো।

তিনি বলেন, আমরা সব তথ্য এক করার চেষ্টা করছি। প্রত্যক্ষদর্শী টাইরোন রাসেল বলেন, আমরা বন্দুকের গুলির শব্দ এবং চিৎকার শুনতে পাই। পুলিশ আসার পর আমাদের উদ্ধার করা হয়। আমি সর্বত্র গ্ল্যাস ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখেছি। এটা আসলেই ভীতিকর দৃশ্য ছিল।

শেরিফের কার্যালয় বলছে, আহত দু’জনকে উদ্ধারের পর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তাদের অবস্থা স্থিতিশীল রয়েছে।

সূত্র: এপি।

এসএস