বিমানের ধ্বংসস্তুপের কাছে উদ্ধারকারী এবং সাধারণ জনগণ জড়ো হন

পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় সামরিক বাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়েছে। ইঞ্জিন বিকল হয়ে যাওয়ার পর রাজধানী আবুজার বিমানবন্দরের রানওয়েতে রোববার এই বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে দেশটির বিমান পরিবহন মন্ত্রী সিরিকা বলেছেন, রোববার সকালের দিকে সামরিক বাহিনীর কিং এয়ার ৩৫০ এর একটি বিমান আবুজা বিমানবন্দরের রানওয়েতে বিধ্বস্ত হয়েছে। মীনাগামী এই বিমানটি উড্ডয়নের পরপরই ইঞ্জিন বিকল হয়ে পড়ায় ওই বিমানবন্দরে অবতরণের চেষ্টার সময় বিধ্বস্ত হয়।

রাজধানী আবুজা থেকে ১১০ কিলোমিটার উত্তরপশ্চিমের নাইজার রাজ্যের মীনা শহরের উদ্দেশে উড্ডয়নের পরপরই বিমানটি বিধ্বস্ত হয় বলে জানিয়েছেন মন্ত্রী সিরিকা।

দেশটির বিমানবাহিনীর মুখপাত্র এয়ার ভাইস মার্শাল ইবিকুনলি দারামোলা এক টুইটে বলেছেন, নাইজেরিয়ার বিমান বাহিনীর বিধ্বস্ত বিমানটির ইঞ্জিন বিকল হয়ে পড়েছিল। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে তদন্তের নির্দেশ দিয়েছেন চিফ অব এয়ার স্টাফ।

সামরিক বাহিনীর তদন্তের ফলের জন্য অপেক্ষা এবং শান্ত থাকার আহ্বান জানিয়েছেন তিনি। বিমান বাহিনীর ওই মুখপাত্র বলেছেন, ছোট ওই বিমানের সব আরোহীই মারা গেছেন।

একজন প্রত্যক্ষদর্শী ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সকে বলেছেন, বিমান বিধ্বস্তের স্থানে রাসায়নিকের পোড়া গন্ধ পাওয়া গেছে; যা বিমানবন্দরের বাইরেও ছড়িয়ে পড়েছে।

এসএস