পেট্রল ও ডিজেলের দাম কমালো মমতার সরকার
পেট্রল ও ডিজেলে আরোপিত রাজ্যের প্রাপ্য কর এক টাকা কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। রোববার (২১ ফেব্রুয়ারি) এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের ঘোষণা দিয়েছেন মমতা বন্দোপাধ্যায় সরকারের অর্থমন্ত্রী অমিত মিত্র।
দেশজুড়ে জ্বালানির ক্রমবর্ধমান দামবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে রাজ্যের অর্থমন্ত্রী অমিত বলেন, ‘কেন্দ্রীয় সরকারের কোনো সিদ্ধান্তের সঙ্গে মানবিকতার কোনো সম্পর্ক নেই। কিন্তু আমাদের হাতে সেভাবে টাকা নেই, তা সত্ত্বেও আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে পেট্রল ও ডিজেলের দাম প্রতি লিটারে এক টাকা করে কমানোর সিদ্ধান্তের কথা জানিয়েছেন।’
বিজ্ঞাপন
আগামী ২২ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে পশ্চিমবঙ্গ সরকারের বেধে দেওয়া পেট্রল-ডিজেলের নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছেন অমিত মিত্র।
মমতা সরকারের অর্থমন্ত্রী বলেন, ‘আমরা জানি এক টাকা খুবই কম। কিন্তু তারপরও আমরা সাধারণ মানুষকে সুরাহা দিতে চাই। কৃষকরা চাষের জন্য ডিজেল ব্যবহার করেন। এই এক টাকা কমানোর ফলে চাষের ক্ষেত্রে যদি একটু লাভও হয় তাহলেই আমরা খুশি।’
বিজ্ঞাপন
তিনি বলেন, কেন্দ্রীয় সরকার পেট্রল-ডিজেল থেকে বিপুল পরিমাণ কর বাবদ আয় করলেও, দেশের মানুষের জন্য কোনো ছাড় দিচ্ছে না। কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী সরকারের আয়ের অল্প পরিমাণ থেকেও রাজ্যের মানুষকে সুরাহা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
কলকাতার দৈনিক আনন্দবাজার পত্রিকা লিখেছে, কেন্দ্রীয় সরকার ও বিজেপিকে চাপে ফেলতেই মমতার সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। অপরদিকে কেন্দ্রে ক্ষমতাসীন দল বিজেপি বিধানসভা ভোটের আগে এমন সিদ্ধান্তকে মমতার চমক বলে কটাক্ষ করেছে।
এএস