সন্ত্রাসবাদ দমনে দক্ষিণ এশিয়ার দুই দেশ পাকিস্তান ও শ্রীলঙ্কা পরস্পরকে সহযোগিতা করবে। মঙ্গলবার শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এই তথ্য জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা উভয়ই সন্ত্রাসবাদের মতো অভিন্ন সমস্যা মোকাবিলা করছি। পাকিস্তান সন্ত্রাসবাদের চরম শিকার; শ্রীলঙ্কাও গত ত্রিশ বছর ধরে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করছে।’

‘যেহেতু এটা আমাদের উভয় দেশেরই সমস্যা, তাই দক্ষিণ এশিয়া থেকে সন্ত্রাসবাদের মূলোৎপাটনে শ্রীলঙ্কা ও পাকিস্তান পরস্পরকে সহযোগিতা করবে।’

চলমান করোনা মহামারি প্রসঙ্গে পাক প্রধানমন্ত্রী বলেন, ‘এই ভাইরাস বিশ্বের বৈষম্য প্রকাশ করে দিয়েছে। জাতিসংঘের উচিত গরিব দেশগুলোকে করোনা মোকাবিলায় সাহায্য করা।’

দু'দিনের সরকারি সফরে শ্রীলঙ্কা পৌঁছে দেশটির প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকশের সঙ্গে একান্ত বৈঠক করার পর মঙ্গলবার সংবাদ সম্মেলনে এ কথা বললেন ইমরান খান।

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকশের আমন্ত্রণে শ্রীলঙ্কা গিয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের নেতৃত্বাধীন একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। মন্ত্রিপরিষদের সদস্য ও ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারাও রয়েছেন এই প্রতিনিধিদলে।  

পাকিস্তানের দৈনিক পত্রিকা দ্য ডনের খবরে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এটিই শ্রীলঙ্কায় তার প্রথম সফর।

রেডিও পাকিস্তান জানিয়েছে, দ্বিপাক্ষিক বিভিন্ন  বিষয়ে সহযোগিতা আরও বাড়ানোর জন্য শ্রীলঙ্কার নেতাদের সঙ্গে আলোচনা করবেন ইমরান খান। এই সফরে পাক প্রধানমন্ত্রী আঞ্চলিক ও আন্তর্জাতিক রাজনীতি সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকশের সঙ্গেও মতবিনিময় করবেন।

ডনের প্রতিবেদনে বলা হয়েছে—প্রতিরক্ষা, সংস্কৃতি, পর্যটন, বাণিজ্য, বিনিয়োগ, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, বিজ্ঞান ও প্রযুক্তিসহ দুই দেশের মধ্যে সহযোগিতার ক্ষেত্র নিয়ে আলোচনা করবেন উভয় দেশের দুই শীর্ষ নেতা। এছাড়া দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানোর জন্য বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে।

এসএমডব্লিউ