ভারতে কৃষি আইন বাতিলের দাবিতে আন্দোলনরত কৃষক সংগঠনগুলোর মঞ্চ সংযুক্ত কিষান মোর্চা এবার দিল্লির পার্লামেন্ট ঘেরাওয়ের হুমকি দিয়েছে। মোর্চার নেতা রাকেশ টিকায়েত বলেছেন, অবিলম্বে ৩ কৃষি আইন বাতিল ও নূন্যতম সহায়ক মূল্য নিশ্চিত করা না হলে, ৪০ লাখ ট্র্যাক্টর নিয়ে সংসদ ভবন ঘেরাও করবেন কৃষকরা।

মঙ্গলবার রাজস্থানে কিষান মহাপঞ্চায়েতের সমাবেশে রাকেশ টিকায়েত বলেন, ‘এবার পার্লামেন্ট ভবন ঘেরাওয়ের সময় এসেছে। সরকার যদি আমাদের দাবি মেনে নেয়, তাহলে ভালো; আর যদি না মানে সেক্ষেত্রে ট্রাক্টর দিয়ে দিল্লির পার্লামেন্ট ভবন ঘেরাও করা হবে। আর একটি কথা—গতবারের মতো ৪ লাখ নয়, পার্লামেন্ট ঘেরাও মিছিলে ৪০ লাখ ট্রাক্টর থাকবে।’

শিগগিরই সংযুক্ত কিষান মোর্চার পক্ষ থেকে সংসদ অভিযানের দিনক্ষণ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন টিকায়েত।

গত বছর সেপ্টেম্বরে কৃষিব্যবস্থা বিষয়ক তিনটি আইন প্রবর্তন করে ভারতের কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি সরকার। আইনগুলোতে কৃষিপণ্য মজুদ, মূল্য নির্ধারণ ও বিক্রির বিষয়ে বিদ্যমান কৃষি ব্যবস্থায় যে বিধিনিষেধগুলো রয়েছে সেগুলো শিথিল করা হয়।

ভারতের কেন্দ্রীয় সরকার যদিও বলছে, দেশের কৃষি ব্যবস্থাকে আধুনিক ও মুক্তবাজার অর্থনীতির উপযোগী করতেই এই আইনগুলো পাস করা হয়েছে; কিন্তু কৃষকদের বক্তব্য—আইনগুলোর পূর্ণ বাস্তবায়ন শুরু করলে কৃষি পণ্যের বাজারে ভয়াবহ বিপর্যয় ও ভারসাম্যহীন পরিস্থিতি সৃষ্টি হবে।

আইনগুলো বাতিলের দাবিতে গত তিনমাস ধরে দিল্লির সীমান্তে আন্দোলন করছেন কয়েক লাখ কৃষক। গত ২৬ জানুয়ারি সংযুক্ত কিষান মোর্চার আহ্বানে দিল্লিতে ট্রাক্টর মিছিল করেছিলেন কৃষকরা, কিন্তু কিষান মোর্চার পূর্বঘোষিত আন্দোলন কর্মসূচিতে পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্যদের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয়েছিল আন্দোলনরত কৃষকদের।

সংঘর্ষে মারা যান একজন কৃষক, আহত হন আরও শতাধিক। অন্যদিকে দিল্লি পুলিশের দাবি, ওই ঘটনায় তাদের তিনশ সদস্য আহত হয়েছেন। আন্দোলনরত কৃষকরা এইদিন দিল্লির লাল কেল্লায় ভারতের পতাকা ও তাদের আন্দোলনের পতাকা টাঙ্গিয়ে দিয়েছিলেন।

এ ঘটনায় ভারতের জাতীয় পতাকা যা ‘তিরঙ্গা’ নামে সাধারণভাবে পরিচিত, তার অবমাননা হলো কিনা—এই নিয়ে তুমুল বিতর্ক হয়েছিল তখন দেশটির রাজনৈতিক অঙ্গনে।

মঙ্গলবার রাজস্থানের সমাবেশে রাকেশ টিকায়েত বলেন, ‘কৃষকরা তিরঙ্গাকে জীবন দিয়ে ভালবাসে, কিন্তু যেসব রাজনৈতিক নেতা কৃষকদের ক্ষতি করতে চান, তাদের প্রতি কৃষকদের কোনও ভালবাসা নেই।’

মহাপঞ্চায়েত সমাবেশে রাকেশ টিয়ায়েতের পাশাপাশি আরো বক্তব্য দেন স্বরাজ পার্টির নেতা যোগেন্দ্র যাদব, অল ইন্ডিয়া কিষান সভার ভাইস প্রেসিডেন্ট আমরা রাম, কিষান ইউনিয়নের জেনারেল সেক্রেটারি চৌধুরী যুদ্ধবীর সিং ও অন্যান্য নেতারা।

সূত্র: এনডিটিভি

এসএমডব্লিউ