ভারত-যুক্তরাজ্য ফ্লাইট চলাচল বন্ধ ঘোষণা
যুক্তরাজ্যে মহামারি নভেল করোনাভাইরাসের নতুন একটি ধরন শনাক্ত হওয়ায় ইউরোপের প্রতিবেশী দেশগুলোর পর এবার ভারতও দেশটির সঙ্গে যাত্রীবাহী ফ্লাইট আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে।
করোনার নতুন এই ধরন অতিসংক্রামক। এর বৈশিষ্ট সদস্যভূক্ত রাষ্ট্রসগুলোকে জানাতে যুক্তরাজ্যের সঙ্গে নিবিড় যোগাযোগ করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও
বিজ্ঞাপন
যুক্তরাজ্যে করোনার অতি সংক্রামক নতুন ধরন শনাক্ত হওয়ার পর ইতোমধ্যে কানাডা, নেদারল্যান্ডস, বেলজিয়াম, ফ্রান্স, জার্মানি, ইতালি, আর্জেন্টিনা, চিলি ও সৌদি আরব দেশটির সঙ্গে ফ্লাইট চলাচল বন্ধ করেছে।
যুক্তরাজ্যের প্রধান চিকিৎসা কর্মকর্তা বলেছেন, করোনার নতুন এই ধরন অতিসংক্রামক। ভাইরাসের নতুন এই ধরনটির বৈশিষ্ট সদস্যভূক্ত রাষ্ট্রসমূহকে জানাতে যুক্তরাজ্যের সঙ্গে নিবিড় যোগাযোগ করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও।
বিজ্ঞাপন
যুক্তরাজ্যের সঙ্গে ভারতের বিমান চলাচলের এই নিষেধাজ্ঞা কার্যকর হবে বুধবার (২২ ডিসেম্বর) থেকে
সবশেষ দেশ হিসেবে ভারতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সোমবার জানায়, ‘যুক্তরাজ্যে উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় দেশটির সঙ্গে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সব ফ্লাইট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারত।’
যুক্তরাজ্যের সঙ্গে ভারতের বিমান চলাচলের এই নিষেধাজ্ঞা কার্যকর হবে বুধবার (২২ ডিসেম্বর) থেকে। আর এর আগে যুক্তরাজ্য থেকে ভারতে অবতরণ করা সব যাত্রীর করোনা পরীক্ষার নির্দেশনাও জারি করেছে ভারত।
বিদ্যমান করোনাভাইরাসের চেয়ে নতুন এই ধরন আরও ৭০ শতাংশ বেশি দ্রুত ছড়ায়
বার্তা সংস্থা এএফপি বিশেষজ্ঞদের বরাতে জানিয়েছে, বিদ্যমান করোনাভাইরাসের চেয়ে নতুন এই ধরন আরও ৭০ শতাংশ বেশি দ্রুত ছড়ায়। ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী রোববার এ প্রসঙ্গে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।
করোনার নতুন এই ধরনটি সম্পর্কে এখনও তেমন কিছু জানা না গেলেও বিশেষজ্ঞরা বলছেন, কোভিড-১৯ এর জন্য ইতোমধ্যে অনুমোদন পাওয়া টিকা করোনার নতুন এই ধরনটির ক্ষেত্রেও কার্যকর হবে বলে মনে করছেন তারা।
যুক্তরাজ্যে করোনার নতুন ধরন শনাক্ত হয়েছে; যা অতি সংক্রামক। আমি কেন্দ্রীয় সরকারকে যুক্তরাজ্য থেকে চলাচলকারী সব ফ্লাইট বন্ধ করার আহ্বান জানাচ্ছি।
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল
তবে যুক্তরাজ্যের সঙ্গে ফ্লাইট চলাচল বন্ধ ঘোষণা করলেও ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন করোনার নতুন এই ধরন নিয়ে বলেছেন, ‘সরকার এ নিয়ে যথেষ্ট সতর্ক রয়েছে। খুব বেশি উদ্বিগ্ন হওয়ার কোনো প্রয়োজন নেই।’
রোববার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন, ‘যুক্তরাজ্যে করোনার নতুন ধরন শনাক্ত হয়েছে; যা অতি সংক্রামক। আমি কেন্দ্রীয় সরকারকে যুক্তরাজ্য থেকে চলাচলকারী সব ফ্লাইট বন্ধ করার আহ্বান জানাচ্ছি।’
এএস