জ্যেষ্ঠতার তালিকায় তার বয়সীদের যখন সুযোগ আসবে তখন জনসম্মুখে করোনার টিকা নেবেন বলে ঘোষণা দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। রোববার সম্প্রচারিত এক সাক্ষাতকারে এমনটাই বলেন তিনি।

টিকা নেবেন কিনা জিজ্ঞেস করা হলে ট্রুডো বলেন, ‘অবশ্যই। যখন আমার পালা আসবে তখন আমি স্বতস্ফুর্তভাবে এবং জনসম্মুখে এটা (টিকা) নেব।’ 

কানাডায় ১৪ ডিসেম্বর থেকে টিকা দেওয়া শুরু হয়েছে। সবার আগে টিকা পাচ্ছেন স্বাস্থ্যকর্মীসহ সবচেয়ে ঝুঁকিতে থাকা মানুষজন। এখন সংখ্যাটা কম হলেও গুরুত্বের ভিত্তিতে ধীরে দেশটির সবাইকে টিকা দেওয়া হবে।   

কানাডার জাতীয় টেলিভিশন সিবিসিতে রোববার এক সাক্ষাতকারে টিকা নেবেন কিনা জিজ্ঞেস করা হলে ট্রুডো বলেন, ‘অবশ্যই। যখন আমার পালা আসবে তখন আমি স্বতস্ফুর্তভাবে এবং জনসম্মুখে এটা (টিকা) নেব।’ 

এ বিষয়ে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের নির্দেশনা অনুসরণ করবেন বলেও জানান তিনি।

যখন জানতে পারবেন চল্লিশোর্ধ্ব সুস্থ মানুষদের টিকা দেওয়া হচ্ছে, তখন আমিও টিকা নেব

জাস্টিন ট্রুডো

আসন্ন বড়দিন অর্থাৎ আগামী ২৫ ডিসেম্বর ৪৯ বছরে পা দিতে যাওয়া উত্তর আমেরিকার দেশ কানাডার প্রধানমন্ত্রী বলেন, ‘যখন জানতে পারবেন চল্লিশোর্ধ্ব সুস্থ মানুষদের টিকা দেওয়া হচ্ছে, তখন আমিও টিকা নেব।’

এর আগে গত মার্চে মহামারি করোনায় আক্রান্ত হয়ে দুই সপ্তাহ স্বেচ্ছা আইসোলেশনে ছিলেন তার স্ত্রী সোফি ট্রুডো। এ নিয়ে জাস্টিন ট্রুডো বলেন, ‘তার (স্ত্রীর) ক্ষেত্রে এই রোগের সংক্রমণের বিষয়টি ছিল খুবই হালকা।’ 

ফাইজার-বায়োএনটেকের টিকা দিয়ে কানাডায় করোনার টিকাদান কর্মসূচি শুরু হয়েছে

ট্রুডো আরও বলেন, ‘আমারও রোগটিতে সংক্রমিত হওয়ার খুবই সম্ভাবনা ছিল। কিন্তু আমি জানি না। আমার কোনো উপসর্গই ছিল না। হাঁচি হলে চিকিৎসকরা আমাকে পরীক্ষা করাতে বলেছিলেন। তবে আমার হাঁচি হয়নি।’  

ফাইজার-বায়োএনটেকের টিকা দিয়ে কানাডায় করোনার টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। তবে তা সংখ্যায় কম। আগামী মাস থেকে আরও ডোজ পাবে কানাডা। এ ছাড়া শিগগিরই মডার্নার টিকারও অনুমোদন দেবে দেশটি।

জনসংখ্যা ৩ কোটি ৮০ লাখ; কিন্তু ইতোমধ্যে দেশটি ৪০ কোটি ডোজ করোনার টিকা ক্রয়ের জন্য চুক্তি করেছে।

কানাডার মোট জনসংখ্যা ৩ কোটি ৮০ লাখ। কিন্তু করোনার টিকা তৈরি করছে বিশ্বের এমন সাতটি পৃথক কোম্পানির কাছ থেকে ইতোমধ্যে দেশটি ৪০ কোটি ডোজ করোনার টিকা ক্রয়ের জন্য চুক্তি করে রেখেছে। 

এদিকে রোববার ৫ লাখের বেশি করোনা রোগীর দুঃখজনক মাইলফলক ছাড়ায় কানডা। সবশেষ হিসাব অনুযায়ী দেশটিতে মোট শনাক্ত ৫ লাখ ৯ হাজার কোভিড-১৯ রোগীর মধ্যে ১৪ হাজার ২১২ জন মারা গেছেন।

এএস