সব আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত করল সৌদি
করোনা ভাইরাসের নতুন একটি ধরনের সন্ধান পাওয়ার পর সৌদি আরব গতকাল রোববার থেকে এক সপ্তাহের জন্য সমস্ত আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত করেছে।
এর আগে স্থল ও সমুদ্রপথেও সৌদি প্রবেশের পথ বন্ধ করা হয়েছে এবং এই সময়সীমা আরও এক সপ্তাহ বাড়ানো হতে পারে।
বিজ্ঞাপন
যুক্তরাজ্য এবং ইউরোপীয় কয়েকটি দেশে করোনা ভাইরাসের নতুন স্ট্রেনের খোঁজ মেলার পর এ ব্যবস্থা নিয়েছে সৌদি।
সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে যে, তবে ব্যতিক্রমী কিছু পরিস্থিতিতে কিছু ফ্লাইটের অনুমতি দেয়া হবে।
বিজ্ঞাপন
এর আগে গত মার্চেও আন্তর্জাতিক সব ফ্লাইট স্থগিত করেছিল সৌদি। ওই পরিস্থিতিতে জুলাই মাসের শেষ দিকে সীমিত পর্যায়ে সৌদি আরবে পবিত্র হজ পালন করা হয়। জুনে সৌদি আরবে করোনা ভাইরাসের সংক্রমণের কারণে জারি করা কারফিউ তুলে নেওয়া হয়। ব্যবসা, সিনেমা ও অন্যান্য বিনোদনের স্থান থেকেও বিধিনিষেধ তুলে নেওয়া হয়। সেপ্টেম্বরে এসে আন্তর্জাতিক ফ্লাইটে নিষেধাজ্ঞাও তুলে নেয়া হয়।
৮ ডিসেম্বরের পর কেউ ইউরোপীয় কোনো দেশ বা করোনা ভাইরাসের উচ্চ ঝুঁকিতে থাকা কোনো দেশ থেকে সৌদি ফিরলে তাদের অবশ্যই দেশে পৌঁছানোর তারিখ থেকে দুই সপ্তাহের জন্য কোয়ারেন্টিনে থাকতে হবে।
কোয়ারেন্টিনে থাকা অবস্থায় তাদের অবশ্যই করোনা পরীক্ষা করাতে হবে এবং প্রতি পাঁচ দিন পর পর ওই পরীক্ষা করাতে হবে।
তিন মাসের মধ্যে ইউরোপ থেকে ফেরা বা ট্রানজিট করাদেরও এ পরীক্ষা করতে হবে বলে নির্দেশনা দেয়া হয়েছে।
তবে যে দেশগুলোতে করোনা ভাইরাসের নতুন এই ধরনটি এখনও পৌঁছায়নি সেসব দেশ থেকে পণ্য সরবরাহ যথারীতি চলবে।
এই ভ্রমণ বিধিনিষেধগুলো করোনভাইরাস সম্পর্কিত পরিস্থিতি বিবেচনায় রেখে নিয়মিত পর্যালোচনা করা হবে। আরব নিউজের এক প্রতিবেদনে এসব বলা হয়েছে।
করোনাভাইরাসের নতুন এই ধরনটি এর মূল ধরনের চেয়ে অপেক্ষাকৃত দ্রুতগতিতে ছড়ালেও তা এর মূল ধরনটির চেয়ে অধিকমাত্রায় বিপজ্জনক কিনা তা এখনো প্রমাণিত হয়নি। প্রতিষেধক বা টিকার ক্ষেত্রে মূল ভাইরাস থেকে এর আচরণ পৃথক কিনা— তা ও প্রমাণ করা যায়নি এখনো।
বিশ্বেজুড়ে করোনায় আক্রান্ত প্রায় পৌনে ৮ কোটি
বিশ্বে শনাক্ত কোভিড-১৯ রোগীর সংখ্যা ৭ কোটি ৭১ লাখ ৫৭ হাজার ছাড়িয়েছে। সোমবার (২১ ডিসেম্বর) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৭টা নাগাদ পরিসংখ্যান নিয়ে কাজ করা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের সবশেষ হিসাব থেকে এ তথ্য জানা গেছে। ওয়ার্ল্ডোমিটারের দেয়া হালনাগাদ তথ্য অনুযায়ী, এ সময় পর্যন্ত বিশ্বে করোনায় মোট প্রাণহানি হয়েছে ১৬ লাখ ৯৯ হাজার ১৩৬ জনের। তবে ৫ কোটি ৪০ লাখ ৭৭ হাজার ৩৯ জন মানুষ রোগটি থেকে সেরে উঠেছেন।
বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। সবশেষ পাওয়া তথ্য অনুযায়ী দেশটিতে করোনায় সংক্রমিত রোগীর সংখ্যা ১ কোটি ৮২ লাখ ৬৬ হাজার প্রায়। নতুন শনাক্ত হয়েছে ১ লাখ ৮২ হাজারের বেশি। দেশটিতে এ পর্যন্ত মহামারি করোনায় সংক্রমিত হয়ে মারা গেছেন ৩ লাখ ২৪ হাজার ৮৫৮ জন। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১ হাজার ৪০৩ জন।
যুক্তরাজ্যে ফ্লাইট বন্ধ করেছে তিন দেশ
করোনাভাইরাসের নতুন ধরন শনাক্তের কারণে যুক্তরাজ্যে যাত্রীবাহী সবধরনের ফ্লাইট বন্ধ রাখবে বলে ঘোষণা দিয়েছে আর্জেন্টিনা ও চিলি। রোববার দক্ষিণ আমেরিকার দেশ দুটির সরকার পৃথক বিবৃতিতে এ ঘোষণা দেয়। এর আগে ভাইরাসের নতুন ধরন শনাক্তের পর যুক্তরাজ্যের সঙ্গে আকাশপথে যোগাযোগে নিষেধাজ্ঞা আরোপ করে নেদারল্যান্ডস। রোববার থেকে কার্যকর হওয়া এই নিষেধাজ্ঞা বহাল থাকবে আগামী ১ জানুয়ারি পর্যন্ত।
শনিবার (১৯ ডিসেম্বর) ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এক ঘোষণায় জানিয়েছিলেন, দেশটিতে করোনভাইরাস নতুন ধরন শনাক্তের কারণে সংক্রমণের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। যে কারণে সরকার লন্ডন ও এর আশপাশের রাজ্যগুলোতে কোভিড-১৯ মোকাবিলায় নিষেধাজ্ঞাগুলো আরও কঠোর করেছে। প্রধানমন্ত্রীর এমন ঘোষণার পরই বেশ কয়েকটি দেশ তাদের বিমান চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করে।
এনএফ