তুরস্কে কুর্দি রাজনীতিকের ২২ বছর কারাদণ্ড
সন্ত্রাসবাদী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সিনিয়র এক কুর্দি রাজনীতিককে ২২ বছরের কারাদণ্ড দিয়েছে তুরস্কের আদালত। কারাদণ্ডপ্রাপ্ত ওই রাজনীতিকের নাম লায়লা গুভেন। তিনি তুরস্কের রাজনৈতিক দল পিপল’স ডেমোক্র্যাটিক পার্টির (এইচডিপি) সদস্য। সন্ত্রাসীবাদী গ্রুপের ‘সদস্য’ হওয়ার অভিযোগে তাকে এই সাজা দেয়া হয় জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
তুরস্কের গণমাধ্যম বলছে, গত জুন মাসে দেশটির সাবেক সংসদ সদস্য লায়লা গুভেনের বিরুদ্ধে আদালতের মাধ্যমে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।
বিজ্ঞাপন
এদিকে দলের একজন সাবেক সংসদ সদস্যের বিরুদ্ধে সাজার প্রতিক্রিয়ায় উচ্চ আদালতে আপিলের কথা জানিয়েছে এইচডিপি। এই রায়কে সকল বিরোধী দল ও কুর্দিদের বিরুদ্ধে শত্রুতাপূর্ণ কাজ বলেও উল্লেখ করেছে দলটি।
৫৬ বছর বয়সী লায়লা গুভেন এইচডিপি দলের একজন এমপি ছিলেন। একইসঙ্গে সুশীল সমাজ, বিভিন্ন রাজনৈতিক দল, আইনজীবী ও মানবাধিকার সংগঠনগুলোর প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত ডেমোক্র্যাটিক সোসাইটি কংগ্রেস’র নেতৃত্বেও রয়েছেন তিনি।
বিজ্ঞাপন
কুর্দি বিদ্রোহী গ্রুপ পিকেকে’র সাথে এই কংগ্রেসের জড়িত থাকার অভিযোগ তুলেছে তুর্কি সরকার।
এর আগে সিরিয়ার উত্তরাঞ্চলে কুর্দি সংখ্যাগরিষ্ঠ শহর আফরিনে তুরস্কের সামরিক অভিযান ইস্যুতে তীব্র সমালোচনার পর ২০১৮ সালে তাকে আটক করে এরদোয়ান সরকার। সশস্ত্র সিরিয়ান কুর্দিদের বিরুদ্ধে তুর্কি সামরিক বাহিনীর ওই অভিয়ানকে সে সময় তিনি ‘আগ্রাসন’ হিসেবে উল্লেখ করেছিলেন।
আটকের পর পিকেকে নেতা আবদুল্লাহ ওকালানের কারাবাস পরিস্থিতি নিয়ে কারাগারে অনশন শুরু করেন লায়লা গুভেন। প্রায় ৮০ দিন অনশনের পর ২০১৯ সালের জানুয়ারিতে লায়লাকে মুক্তির আদেশ দেন তুরস্কের আদালত।
অবশ্য গুভেনের বিরুদ্ধে দেয়া সোমবারের রায়ের বিষয়টি এখনও পুরোপুরি স্পষ্ট নয়। তুর্কি পুলিশের সূত্র দিয়ে বার্তা সংস্থা এএফপি বলছে, কুর্দি শহর দিয়ারবাকিরে এক এইচডিপি আইনপ্রণেতার বাড়িতে তল্লাশি অভিয়ানের সময় লায়লা গুভেনকে আটক করা হয়।
এক বিবৃতিতে গুভেনকে ‘শান্তি প্রতিষ্ঠায় আজীবন সংগ্রামকারী ব্যক্তি’ হিসেবে উল্লেখ করে এইচডিপি বলেছে, তিনি (গুভেন) সম্মানের প্রতীক।
পিকেকে’র সাথে সম্পর্কের অভিযোগ তুলে সাম্প্রতিক বছরগুলোতে কয়েক ডজন এইচডিপি নেতাকে আটক করেছে তুর্কি সরকার।
টিএম