যুক্তরাষ্ট্রে দীর্ঘ প্রতীক্ষিত ৯০ হাজার কোটি ডলারের প্রণোদনা
কয়েক মাস ধরে রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের রাজনৈতিক টানাপোড়েনের পর মহামারিতে ক্ষতিগ্রস্তদের সহায়তায় দীর্ঘ প্রতীক্ষিত ৯০ হাজার কোটি ডলারের একটি প্রণোদনা প্যাকেজ পাস হয়েছে মার্কিন কংগ্রেসে।
বিবিসির অনলাইন প্রতিবেদনে এ খবর জানিয়ে বলা হচ্ছে, স্থানীয় সময় সোমবার মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ ‘প্রতিনিধি পরিষদে’ পাস হওয়ার কয়েক ঘণ্টা পর উচ্চকক্ষ ‘সিনেটের’ সদস্যরা বিলটিতে সম্মতি দেয়।
বিজ্ঞাপন
প্রতিজন ৬০০ ডলার করে নগদ অর্থ পাবেন। স্বামী–স্ত্রী মিলে পাবেন ১ হাজার ২০০ ডলার। অপ্রাপ্তবয়স্ক সন্তানদের জন্যও থাকছে আলাদা ৬০০ ডলার। এককালীন এ নগদ অর্থ ছাড়াও বেকার হয়ে পড়া কর্মজীবীরা পাবেন সপ্তাহে ৩০০ ডলার করে।
মার্কিন কংগ্রেসে পাস হওয়া দ্বিতীয় এই প্রণোদনা প্যাকেজের আওতায় অনেক আমেরিকান নগদ অর্থ সহযোগিতা পাবেন। এছাড়া ব্যবসায়ী ও বেকার সহযোগিতা সংক্রান্ত কর্মসূচিতেও অর্থ বরাদ্দ করা হয়েছে।
বিজ্ঞাপন
মহামারিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রে দ্বিতীয় দফা এ নাগরিক প্রণোদনায় প্রতিজন ৬০০ ডলার করে নগদ অর্থ পাবেন। স্বামী–স্ত্রী মিলে পাবেন ১ হাজার ২০০ ডলার। অপ্রাপ্তবয়স্ক সন্তানদের জন্যও থাকছে আলাদা ৬০০ ডলার। এককালীন এ নগদ অর্থ ছাড়াও বেকার হয়ে পড়া কর্মজীবীরা পাবেন সপ্তাহে ৩০০ ডলার করে।
কংগ্রেসে পাস হওয়া এই প্রণোদনা প্যাকেজকে স্বাগত জানিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন
মার্কিন কংগ্রেসের উভয় কক্ষে পাস হওয়ার পর দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই বিলে স্বাক্ষর করলে এটি আইনে পরিণত হবে। ধারণা করা হচ্ছে, শিগগিরই ট্রাম্প এই বিলে স্বাক্ষর করবেন।
কংগ্রেসে পাস হওয়া এই প্রণোদনা প্যাকেজকে স্বাগত জানিয়ে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন নতুন বছরে তার কোভিড-১৯ সহায়তা পরিকল্পনা বাস্তবায়নে কংগ্রেসের সাহায্য চেয়েছেন।
প্রথম দফার প্রণোদনা প্যাকেজের মেয়াদ এ মাসে শেষ হতে যাওয়া বেকারত্ব সংক্রান্ত সহায়তা হারানোর ঝুঁকিতে ছিলেন এক কোটি ২০ লাখ আমেরিকান।
স্থানীয় সময় সোমবার প্রণোদনা প্যাকেজটি মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে ৩৫৯-৫৩ ভোটে এবং উচ্চকক্ষ সিনেটে ৯২-৬ ভোটে পাস হয়েছে বলে ওই প্রতিবেদনে নিশ্চিত করেছে বিবিসি।
মার্কিন কংগ্রেসে প্রথম দফায় যে প্রণোদনা প্যাকেজ পাস হয়েছিলে চলতি মাসের শেষে তার অনেকগুলোর মেয়াদ শেষ হওয়ায় এক কোটি ২০ লাখ আমেরিকান বেকারত্ব সংক্রান্ত সহায়তা হারানোর ঝুঁকিতে ছিলেন।
প্রায় ৫ হাজার ৬০০ পৃষ্ঠার এ বিলকে যুক্তরাষ্ট্রের স্মরণকালের ইতিহাসে দীর্ঘ বিল বলে অ্যাখ্যা দেওয়া হচ্ছে।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী কংগ্রেসের অনেক আইনপ্রণেতা এমনটাই বলেছেন যে, তারা এই সহায়তা তহবিল নিয়ে এতটাই উদগ্রীব ছিলেন যে অনেকে বিশাল এ বিলটি পড়ে দেখারও সুযোগ পাননি।
প্রায় ৫ হাজার ৬০০ পৃষ্ঠার এ বিলকে যুক্তরাষ্ট্রের স্মরণকালের ইতিহাসে এবং ‘সম্ভবত কখনোই হয়নি’ এমন একটি দীর্ঘ বিল বলে অ্যাখ্যা দিয়েছে যুক্তরাষ্ট্রের বার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেস (এপি)।
উভয় দল এ নিয়ে সমঝোতায় পৌঁছেছে জানিয়ে রোববার সিনেটে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা রিপাবলিকান মিচ ম্যাককনেল বলেন, ‘মহামারিতে বিপর্যস্ত আমেরিকার লোকজন এ সহযোগিতার জন্য দীর্ঘ অপেক্ষায় আছে। কঠিন এ সময়ে আমেরিকার মানুষ এ নাগরিক সহযোগিতায় স্বস্তি পাবে বলে উল্লেখ করেন তিনি।’
প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাট দলীয় স্পিকার ন্যান্সি পেলোসি ও সিনেটের সংখ্যালঘু দলের নেতা চাক শুমার বলেছেন, এ প্রণোদনা প্যাকেজ মার্কিনিদের জীবন ও জীবিকার সুরক্ষায় জরুরি অর্থ সহায়তায় ভূমিকা রাখবে।
এএস