মোদিকে সর্বোচ্চ সামরিক সম্মাননা দিলেন ট্রাম্প
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ সামরিক সম্মাননা ‘লিজিওন অব মেরিট’ প্রদান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতীয় টেলিভিশন এনডিটিভি মঙ্গলবার এ খবর জানিয়েছে।
ট্রাম্প প্রশাসনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ও’ব্রায়েনের কাছ থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষে এই সম্মাননা গ্রহণ করেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত তরণজিত সিং সান্ধু।
বিজ্ঞাপন
এ প্রসঙ্গে এক টুইটবার্তায় মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ও’ব্রায়েন বলেন, ‘নেতৃত্ব এবং যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যকার কৌশলগত অংশীদারত্বমূলক সম্পর্ক এগিয়ে নিতে বিশেষ ভূমিকা রাখার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘লিজিওন অব মেরিট’ সম্মাননা প্রদান করা হয়েছে’।
যুক্তরাষ্ট্রের প্রচলিত আইন অনুযায়ী কেনো রাষ্ট্রের নির্বাহী প্রধান বা সরকার প্রধানই কেবল দেশটির সর্বোচ্চ মর্যাদার এই বেসামরিক সম্মাননা লাভের অধিকারী।
বিজ্ঞাপন
হোয়াইট হাউস কর্তৃপক্ষ জানিয়েছে, একটি বৈশ্বিক শক্তি হিসেবে ভারতের উত্থান এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে কৌশলগত অংশীদারত্বমূলক সম্পর্ক এগিয়ে নিতে নরেন্দ্র মোদি যে অবিচল নেতৃত্ব এবং দূরদৃষ্টির পরিচয় দিয়েছেন, তা বিবেচনা করেই এই সম্মাননা দেওয়া হয়েছে ভারতের প্রধানমন্ত্রীকে।
পৃথক এক টুইটে ও’ব্রায়েন আরও জানিয়েছেন, ‘জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্দ্রী স্কট মরিসনকেও প্রদান করা হয়েছে ‘লিজিওন অব মেরিট’।
টুইটবার্তায় তিনি জানান, শিনজো অ্যাবেকে সম্মাননা দেওয়ার ক্ষেত্রে বিবেচনা করা হয়েছে তার নেতৃত্বগুণ এবং একটি অবাধ এবং মুক্ত ইন্দো-প্যাসিফিক সম্পর্ক প্রতিষ্ঠায় দূরদৃষ্টিমূলক পদক্ষেপ গ্রহণ।
অন্যদিকে বর্তমান সময়ে বিদ্যমান বৈশ্বিক চ্যালেঞ্জগুলো মোকাবিলার পাশাপাশি সমষ্টিগত নিরাপত্তার বিষয়টি এগিয়ে নেওয়ার ক্ষেত্রে নেতৃত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য ’লিজিওন অব মেরিট’ দেওয়া হয়েছে স্কট মরিসনকে।
সূত্র: এনডিটিভি
এসএমডব্লিউ/এএস