করোনার নতুন ধরন নিয়ন্ত্রণের বাইরে যায়নি: ডব্লিউএইচও
বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দফতর
উচ্চ সংক্রমণ হার নিয়ে যুক্তরাজ্যে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের নতুন ধরনটি নিয়ন্ত্রণের বাইরে যায়নি বলে দাবি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, বিদ্যমান বিধিনিষেধের মাধ্যমেই উদ্ভূত পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব।
ফ্রান্সভিত্তিক বার্তা সংস্থা এএফপির মঙ্গলবারের এক প্রতিবেদন অনুযায়ী বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি কার্যক্রম বিভাগের প্রধান মাইকেল রায়ান এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।
বিজ্ঞাপন
তিনি বলেন, ‘চলমান মহামারির মধ্যে ভাইরাসের নতুন ধরনটির উচ্চ সংক্রমণ হার থাকলেও এখন পর্যন্ত এটি নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। তাই বলে পরিস্থিতি ভাইরাসের ওপর ছেড়ে দেওয়া যায় না।’
এর আগে ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক বলেন, করোনাভাইরাসের নতুন যে ধরন শনাক্ত হয়েছে তা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।
বিজ্ঞাপন
এ ছাড়া দেশটির প্রধান চিকিৎসা কর্মকর্তাসহ অন্যান্য সরকারি কর্মকর্তারা জানিয়েছিলেন, করোনাভাইরাসের নতুন এই ধরনটি মূল ভাইরাসের তুলনায় ৭০ শতাংশ বেশি দ্রুত ছড়ায়।
মাইকেল রায়ান বলেন, করোনার সংক্রমণ ঠেকাতে যেসব বিধিনিষেধ কার্যকর আছে, নতুন ধরন মোকাবিলায় সেগুলোই মেনে চলতে হবে।
ভাইরাসটির নিয়ন্ত্রণ নিশ্চিত করতে ওই বিধি-নিষেধগুলো আরও কঠোরভাবে এবং কিছুটা বেশি সময় ধরে মেনে চলতে হবে বলে জানান তিনি।
ভাইরাসের নতুন ধরনের উচ্চ সংক্রমণ হার বিবেচনায় নিয়ে কঠোর পরিশ্রম করতে হবে বলে জানান রায়ান।
সবার আগে যুক্তরাজ্যে করোনাভাইরাসের নতুন এই ধরনটি শনাক্ত হওয়ার পর এর বিস্তার ঠেকাতে বিশ্বের ৪০ এর বেশি দেশ দেশটির সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়েছে।
এসআরএস