ইসরায়েল প্রশ্নে অবস্থান জানালো পাকিস্তান
কুরেশি পাকিস্তানিদের মধ্যে ফিলিস্তিন-কাশ্মীর নিয়ে গভীর অনুভূতি ও ভাবাবেগের বিষয়টির ব্যাখ্যা তুলে ধরেন
ইসরায়েল-ফিলিস্তিন সংকটের স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত ইসলামাবাদ ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে না বলে সংযুক্ত আরব আমিরাতকে (ইউএই) নিজেদের অবস্থান আবারও স্পষ্ট জানিয়ে দিয়েছে পাকিস্তান।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার মঙ্গলবারের এক অনলাইন প্রতিবেদন অনুযায়ী, আমিরাত সফরে শেষে দেশে ফেরার পর মুলতানে সোমবার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি এমন কথা বলেন।
বিজ্ঞাপন
ফিলিস্তিন সংকটের স্থায়ী ও সম্পূর্ণ সমাধানে না পৌঁছানো পর্যন্ত আমরা কোনোভাবে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করবো না
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি মুলতানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘ইসরায়েল প্রশ্নে নিজেদের অবস্থান সম্পর্কে আমি আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীকে স্পষ্ট জানিয়ে বলেছি যে, ফিলিস্তিন সংকটের স্থায়ী ও সম্পূর্ণ সমাধানে না পৌঁছানো পর্যন্ত আমরা কোনোভাবে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করবো না।’
বিজ্ঞাপন
ইসরায়েল প্রশ্নে সরকারের অবস্থান প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রী এটাই বলেছেন। আমিও স্পষ্ট করলাম। পররাষ্ট্র মন্ত্রণালয় এ ব্যাপারে একটি বিবৃতি প্রকাশ করেছে। আমাদের ওপর কোনও চাপ নেই এবং ছিলও না।’
সৌদি আরব ও আমিরাতসহ অন্যান্য আরব দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনে চাপ দিচ্ছে বলে যে গুঞ্জন শোনা যাচ্ছিল এ নিয়ে প্রশ্ন করা হলেও ইমরান খান সরকারের পররাষ্ট্রমন্ত্রী কুরেশি এমন কথাই জানালেন।
ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে মিত্র দেশগুলো থেকে চাপ আসছে জানিয়ে গত মাসে এক অনুষ্ঠানে দাবি করার পর আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনাম হয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
এমন প্রশ্নের জবাবে কুরেশি পাকিস্তানিদের মধ্যে ফিলিস্তিন ও কাশ্মীর নিয়ে গভীর অনুভূতি ও ভাবাবেগের বিষয়টির ব্যাখ্যা তুলে ধরেন। আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীকে এ কথা বোঝাতে পেরেছেন বলেও জানান তিনি।
ইসরায়েলকে স্বীকৃতি দিতে চাপের বিষয়ে কুরেশি বলেন, ‘প্রথমত; কোনও চাপ নেই এবং কোনও চাপ ছিলও না। দ্বিতীয়ত; যেকোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে পাকিস্তানের স্বার্থকেই আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিই এবং সে ক্ষেত্রে চাপের কাছে নতি স্বীকার করা হয় না। আমাদের একটি নীতি আছে এবং আমরা এতে অবিচল আছি।’
পাকিস্তান অস্বীকার করলেও ইসলামাবাদ গোপনে ইসরায়েলে বার্তাবাহক পাঠিয়েছে বলে গুঞ্জন আছে
অথচ ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে মিত্র দেশগুলো থেকে চাপ আসছে জানিয়ে গত মাসে এক অনুষ্ঠানে দাবি করার পর আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনাম হয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
পাকিস্তান অস্বীকার করলেও ইসলামাবাদ গোপনে ইসরায়েলে একজন বার্তাবাহক পাঠিয়েছে, এমন গুঞ্জন বিশেষ করে ইসরায়েলের গণমাধ্যমে ছড়িয়ে পড়ার পর আমিরাত সফর শেষে এমন বিবৃতি দিলেন কুরেশি।
এএস