শিক্ষার্থীদের সামনে রাহুলের পুশ আপ, ভিডিও ভাইরাল
শিক্ষার্থীদের সামনে পুশ আপ করছেন রাহুল গান্ধী
বেশ কিছুদিন ধরেই সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে ভারতীয় জাতীয় কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধীর ফিটনেস নিয়ে চলছে আলোচনা। আর এবার স্কুল শিক্ষার্থীদের সামনে পুশ আপ করে আলোচনায় এসেছেন তিনি। স্কুলের এক শিক্ষার্থী চ্যালেঞ্জ জানানোর পর তাদের সামনেই রাহুলের পুশ আপের একটি ভিডিও ভাইরাল হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টাইমস জানিয়েছে, গত সোমবার (১ মার্চ) ভারতের তামিলনাড়ু অঙ্গরাজ্যের মুলাগুমুড়ুতে অবস্থিত সেন্ট জোসেফ ম্যাট্রিকুলেশন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের একটি অনুষ্ঠানে অংশ নেন রাহুল গান্ধী। সেখানে শিক্ষার্থীদের জাপানি মার্শাল আর্ট ‘আইকিডো’ সম্পর্কে বোঝাচ্ছিলেন তিনি। তারপরেই এক শিক্ষার্থী রাহুল গান্ধীকে তার সঙ্গে পুশ আপ করতে চ্যালেঞ্জ করেন। সঙ্গে সঙ্গেই রাজি হয়ে যান রাহুল।
বিজ্ঞাপন
ভিডিওতে দেখা যায়, কয়েক সেকেন্ডের ব্য়বধানে রাহুল এক এক করে ১৫টি পুশ আপ করেন। নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে সেই ভিডিও পোস্টও করেন তিনি। এরপর ওই শিক্ষার্থীকে চ্যালেঞ্জ দিয়ে এক হাতেও পুশ আপ করেন রাহুল। সেই ভিডিও রীতিমতো ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে।
এর আগে স্কুল শিক্ষার্থীদের সঙ্গে আলাপচারিতায় মেতে ওঠেন রাহুল গান্ধী। তখন তিনি যেন রাজনীতিবিদ নন, কেবলই শিক্ষার্থীদের বন্ধু। শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি আগ্রহীদের দেন অটোগ্রাফও। একপর্যায়ে শিক্ষার্থীদের সঙ্গে তাল মিলিয়ে নাচতেও দেখা যায় রাহুলকে।
বিজ্ঞাপন
— Congress (@INCIndia) March 1, 2021
কয়েকদিন ধরেই রাহুলের ফিটনেস সোশ্যাল মিডিয়ায় চর্চার বস্তু হয়ে উঠেছে। কখনও সমুদ্রের মাঝে ঝাঁপ দিচ্ছেন, কখনও আবার জেলেদের সঙ্গে মাছ ধরছেন। সর্বশেষ শিক্ষার্থীদের সঙ্গে পুশ আপ চ্যালেঞ্জ নিয়ে নিজের ফিটনেসটাই যেন দেখিয়ে দিলেন রাহুল গান্ধী।
অনেকেই এই কংগ্রেস নেতার ফিটনেস দেখে অবাক হয়ে যাচ্ছেন। অবশ্য এসব কার্যকলাপকে প্রচার পাওয়ার পন্থা হিসাবেই বর্ণনা করেছে কংগ্রেসের প্রতিন্দ্বদ্বী দল বিজেপি।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
টিএম