যুক্তরাষ্ট্রের বহুল প্রতীক্ষিত কোভিড-১৯ প্রণোদনা প্যাকেজ বিলে স্বাক্ষর না করার হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র সময় সোমবার রাতে কংগ্রেসের প্রতিনিধি পরিষদ ও উচ্চকক্ষ সিনেটে ৮৯২ বিলিয়ন ডলারের বিলটি পাস হয়।   

বিলে যে অর্থবরাদ্দের প্রস্তাব করা হয়েছে তা আরও বাড়াতে চান ট্রাম্প।  

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে ডোনাল্ড ট্রাম্পের মেয়াদ রয়েছে এক মাসেরও কম সময়। বিদায়ের মুহূর্তে প্রেসিডেন্টের এমন হুমকিতে মহামারির কারণে বিপদে পড়া মানুষদের সাহায্যে কংগ্রেসে নেয়া প্রচেষ্টাও হুমকির মুখে পড়েছে।   

টুইটারে পোস্ট করা ভিডিওতে প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন, তারা এখন আমার ডেস্কে যে বিলটি ফেরত পাঠিয়েছে তা যেমনটা প্রত্যাশা করা হয়েছিল তেমন নয়।  এ বিলটা আসলে লজ্জাজনক।  

করোনা ভাইরাস টিকা অতি দ্রুত সরবরাহ এবং করোনা মহামারির কারণে যেসব ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে, মহামারির কারণে অর্থনৈতিক শ্লথগতির জন্য যারা চাকরি হারিয়েছেন তাদের এবং স্বাস্থ্যকর্মীদের কাছে সাহায্য শিগগিরই পৌঁছানোর অঙ্গীকার করা হয়েছে বিলে।

সোমবার রাতে কংগ্রেসের প্রতিনিধি পরিষদ ও উচ্চকক্ষ সিনেটে ৮৯২ বিলিয়ন ডলারের বিলটি পাস হয়। 

এই বিলের আওতায় প্রণোদনা হিসেবে জনপ্রতি ৬০০ ডলার করে দেয়া হবে। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চান জনপ্রতি ২০০০ ডলার অথবা দম্পতি প্রতি ৪০০০ ডলার করে দেয়া হোক। জনপ্রতি ৬০০ ডলারকে ট্রাম্প 'একটা হাস্যকর পরিমাণ' বলছেন।  

এছাড়া এই আইনে বিদেশি রাষ্ট্রের পেছেনে টাকা খরচসহ কয়েকটি খাতে বরাদ্দ নিয়েও অভিযোগ করেছেন বিদায়ী এই প্রেসিডেন্ট।  

তিনি বলেন, আমি কংগ্রেসকে বলবো এই বিল থেকে এসব অপ্রয়োজনীয় আর আজেবাজে খরচ বাদ দিয়ে ঠিকঠাক করে পাঠাতে। তা না হলে  প্রণোদনা প্যাকেজ পরের প্রশাসনকে দিতে হবে আর পরের সেই প্রশাসন হয়তো আমিই হবো।  সূত্র : রয়টার্স।  

এনএফ