ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিরাপত্তা বলয় ভেঙে মালা হাতে ছুটে গেছে এক কিশোর। শেষ পর্যন্ত তাকে টেনে সরিয়ে দেন নিরাপত্তারক্ষীরা। তবে এ ঘটনায় নিরাপত্তা নীতি ভঙ্গ হয়নি বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) কর্নাটকের হুবলিতে জাতীয় যুব উৎসবে যোগ দিতে যান নরেন্দ্র মোদি। বিমানবন্দরে নেমে কর্মসূচিস্থলে যাচ্ছিলেন তিনি। গাড়ির পাদানিতে দাঁড়িয়ে রাস্তার দু’পাশে অপেক্ষারত লোকজনের সঙ্গে কুশল বিনিময় করছিলেন। প্রধানমন্ত্রীর পাশ দিয়ে ছুটছিলেন তার নিরাপত্তারক্ষীরা। হঠাৎ নিরাপত্তা বলয় ভেদ করে মোদির একেবারে কাছে পৌঁছে যান ১১ বছর বয়সী ওই কিশোর। এ সময় ওই কিশোর নরেন্দ্র মোদিকে মালা দিতে গেলে তিনি মালাটি হাতে নিয়ে এক রক্ষীকে দিয়ে দেন।

এ ঘটনার পর প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। কারণ প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকে স্পেশাল প্রোটেকশন গ্রুপ (এসপিজি)। কনভয়ের বাইরের বলয়ে নিরাপত্তার দায়িত্বে থাকে রাজ্য পুলিশ। সেই সব বলয় ভেদ করে কীভাবে ওই কিশোর ঢুকে পড়ল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে ওই কিশোর মোদির ভক্ত বলে জানিয়েছেন বিজেপির এক বিধায়ক।

এছাড়া ওই কিশোর কীভাবে নিরাপত্তা বলয় ভেদ করে মোদির কাছাকাছি পর্যন্ত গেছে তা জানা যায়নি।

এর আগে গত বছরের ৫ জানুয়ারি নরেন্দ্র মোদি পাঞ্জাবে নির্বাচনী র্যালিতে অংশ নিতে যাওয়ার পথে একবার নিরাপত্তা বলয় বিঘ্নিত হওয়ার ঘটনা ঘটে। কৃষকদের বিক্ষোভের মুখে পড়ে তার গাড়িবহরকে একটি ফ্লাইওভারের উপর ২০ মিনিট অপেক্ষা করতে হয়।

সূত্র : এনডিটিভি

জেডএস