চলতি মাসে মার্কিন কংগ্রেসের উভয়কক্ষে পাস হওয়া ৭৪০ বিলিয়ন ডলারের সামরিক বাজেটে ভেটো অর্থাৎ সই না করে তা আটকে দিয়েছেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

বিবিসি এ খবর জানিয়ে বলছে, আফগানিস্তান ও ইউরোপ থেকে মার্কিন সেনা প্রত্যাহার সীমিত করা এবং সামরিক ঘাঁটিগুলো থেকে কনফেডারেট নেতাদের নাম অপসারণ সংক্রান্ত বিধানে আপত্তি জানিয়েছেন ট্রাম্প।  

কংগ্রেসে পাস হওয়া বিল আইনে পরিণত করতে প্রেসিডেন্টের স্বাক্ষরের প্রয়োজন পড়ে। কিছু নীতিতে আপত্তি থাকলে প্রেসিডেন্ট তাতে ভেটো দেন কিংবা বিলটি বাতিল করে দেন। কিন্তু এমন উদাহরণ বিরল

কংগ্রেসের আইনপ্রণেতাদের ব্যাপক সংখ্যাগরিষ্ঠতায় দেশটির এই সামরিক বাজেট পাস হয়। ফলে প্রেসিডেন্ট ভেটো দিলেও ব্যাপক সংখ্যাগরিষ্ঠতার কারণে বিলটি আইনে পরিণত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

প্রসঙ্গত, কংগ্রেসে পাস হওয়া বিল আইনে পরিণত করতে প্রেসিডেন্টের স্বাক্ষরের প্রয়োজন পড়ে। কিছু নীতিতে আপত্তি থাকলে প্রেসিডেন্ট তাতে ভেটো দেন কিংবা বিলটি বাতিল করে দেন। কিন্তু এমন উদাহরণ বিরল।  

তবে  কংগ্রেসের উভয়কক্ষের দুই-তৃতীয়াংশ আইপ্রণেতার সমর্থন থাকলে প্রেসিডেন্টের ভেটো উপেক্ষা করে বিলটি আইনে পরিণত করা যায়।

তবে এ ক্ষেত্রে মার্কিন সংবিধান অনুযায়ী কংগ্রেসের উভয়কক্ষের— নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ ও সিনেট— দুই-তৃতীয়াংশ আইপ্রণেতার সমর্থন থাকলে প্রেসিডেন্টের ভেটো উপেক্ষা করে বিলটি আইনে পরিণত করা যায়। 

 ভেটো দিয়ে ট্রাম্প দীর্ঘ ৪ হাজার ৫০০ পৃষ্ঠার এই বিলকে ‘চীন ও রাশিয়ার জন্য উপহার‘ হিসেবে অভিহিত করেছেন।   

তবে কংগ্রেস যদি প্রেসিডেন্টের ভেটো উপেক্ষা করে বিলটি আইনে পরিণত না করেন তাহলে যুক্তরাষ্ট্রের গত ৬০ বছরের ইতিহাসে প্রথমবার ন্যাশনাল ডিফেন্স অথোরাইজেশন অ্যাক্ট (এনডিএএ) আইনে পরিণত হবে না। 

বিবিসি জানিয়েছে, এই সামরিক বিল পাসে মার্কিন কংগ্রেসের সময় লেগেছে প্রায় এক বছর। অথচ এতে ভেটো দিয়ে ট্রাম্প দীর্ঘ ৪ হাজার ৫০০ পৃষ্ঠার এই বিলকে ‘চীন ও রাশিয়ার জন্য উপহার‘ হিসেবে অভিহিত করেছেন।   

এএস