যুক্তরাজ্যে ফ্লাইট চলাচল বন্ধ করল চীনও
যুক্তরাজ্যে সম্প্রতি মহামারি করোনার নতুন ও অতি সংক্রামক একটি ধরন শনাক্ত হওয়ার পর দেশটির ওপর ভ্রমণ নিষেধাজ্ঞাসহ ফ্লাইট চলাচল বন্ধের যে হিড়িক পড়েছে এবার সেই তালিকায় যোগ দিল চীন।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেছেন, ‘রুপান্তরিত এই ভাইরাসটির ব্যাতিক্রমী বৈশিষ্ট্য ও এর সম্ভাব্য প্রভাব সম্পূর্ণ মূল্যায়নের পর যুক্তরাজ্যের সঙ্গে সব ফ্লাইট বাতিল করেছে চীন।’
বিজ্ঞাপন
যুক্তরাজ্যে করোনার নতুন এই ধরন শনাক্ত হওয়ার পর এ সপ্তাহের শুরুতে আয়ারল্যান্ড, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, বেলজিয়াম ও ভারত ছাড়াও বিশ্বের চল্লিশটির বেশি দেশ ব্রিটেনে ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা দেয়
চীনে প্রাদুর্ভাব শুরু হলেও সীমান্ত বন্ধ করে কঠোর লকডাউন জারির মাধ্যমে ভাইরাসটির সংক্রমণের লাগাম সফলভাবে টানার কারণে বিশ্বজুড়ে প্রশংসা কুড়িয়েছে চীন। তাই দেশটিতে ‘আমদানিকৃত’ সংক্রমণও কম।
বিজ্ঞাপন
যুক্তরাজ্যে করোনার নতুন এই ধরন শনাক্ত হওয়ার পর এ সপ্তাহের শুরুতে আয়ারল্যান্ড, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, বেলজিয়াম ও ভারত ছাড়াও বিশ্বের চল্লিশটির বেশি দেশ ব্রিটেনে ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা দেয়।
তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, নতুন ধরনের এই করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যায়নি।
অনির্দিষ্টকালের জন্য ব্রিটেন থেকে আসা ফ্লাইটের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে তুরস্ক এবং কানাডা। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, নতুন ধরনের এই করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যায়নি।
যুক্তরাজ্যে প্রথম শনাক্ত হওয়া করোনার এই নতুন ধরনকে কীভাবে মোকাবিলা করা যায়, তার কৌশল আলোচনা করার জন্য বুধবার বৈঠক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সদস্য রাষ্ট্রগুলো।
এএস