মার্কিন কোম্পানি মডার্নার উদ্ভাবিত কোভিড-১৯ টিকার অনুমোদন দিয়েছে কানাডার স্বাস্থ্য নিয়ন্ত্রক কর্তৃপক্ষ ‘হেলথ কানাডা’। এ বছরের ডিসেম্বরের মধ্যে দেশটিতে মডার্নার টিকার ১ লাখ ৬৮ হাজার ডোজ পৌঁছাবে। 

ট্রায়ালের সম্পূর্ণ তথ্য-উপাত্ত পর্যালোচনার পর বুধবার ‘হেলথ কানডা’ কর্তৃপক্ষ মডার্নার টিকার অনুমোদন দেয়

ম্যাসাচুসেটসভিত্তিক কোম্পানিটির টিকার ক্লিনিক্যাল ট্রায়ালের সম্পূর্ণ তথ্য-উপাত্ত পর্যালোচনার পর বুধবার ‘হেলথ কানডা’ কর্তৃপক্ষ মডার্নার টিকার অনুমোদন দেয় বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম সিবিসি।  

আঠারো বছরের বেশি বয়সীদের জন্য টিকার অনুমোদন দিয়ে এক নোটিশে হেলথ কানাডা জানায়, ‘মডার্নার দাখিল করা তথ্য পর্যালোচনায় তাদের কোভিড-১৯ টিকার কার্যকারিতা ও সুরক্ষা সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে।’ 

মডার্নার টিকায় সুরক্ষা সংক্রান্ত তেমন কোনো ইস্যু খুঁজে পাওয়া যায়নি এবং এই টিকা ব্যবহারের কারণে কেউ জীবনশঙ্কায় পড়বেন কিংবা কারও মৃত্যু হবে না বলেও নিশ্চিত হওয়া গেছে।

হেলথ কানাডা

হেলথ কানডা আরও জানিয়েছে, ‘মডার্নার টিকায় সুরক্ষা সংক্রান্ত তেমন কোনো ইস্যু খুঁজে পাওয়া যায়নি এবং এই টিকা ব্যবহারের কারণে কেউ জীবনশঙ্কায় পড়বেন কিংবা কারও মৃত্যু হবে না বলেও নিশ্চিত হওয়া গেছে।’  

এর আগে গত ৯ ডিসেম্বর মার্কিন ফাইজার ও জার্মান বায়োএনটেকের উদ্ভাবিত টিকার অনুমোদন দিয়েছে দেশটি। দেশজুড়ে কোভিড-১৯ সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যে দ্বিতীয় করোনা টিকার অনুমোদন দিল কানাডা।  

কানডার জনস্বাস্থ্য বিভাগের সহকারী প্রধান ডা, হাওয়ার্ড এনজো বলেছেন, ‘বুধবার পর্যন্ত দেশের সব প্রদেশে দুই লাখ ৪০ হাজার টিকা সরবরাহ করা হয়েছে; যা এক লাখ ২০ হাজার কানাডিয়ানকে দেওয়ার জন্য যথেষ্ট।

এদিকে জনসম্মুখে টিকা নেওয়ার ঘোষণা দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। রোববার এক টিভি সাক্ষাতকারে তিনি বলেন, জ্যেষ্ঠতার তালিকায় তার বয়সীদের সুযোগ আসলে তিনি করোনার টিকা নেবেন। 

এএস