জার্মানির রাজধানী শহর বার্লিনে স্থানীয় সময় শনিবার সকালে গোলাগুলির ঘটনায় চারজন আহত হয়েছেন। ফায়ার সার্ভিসের বরাতে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে জার্মান সংবাদমাধ্যম ডয়েচেভেলে। 

পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, ক্রেউজবার্গ ডিস্ট্রিক্টের বেশ কয়েকজন ব্যক্তির মধ্যে বাগবিতণ্ডার পর ওই গোলাগুলির ঘটনায় যে চার জন আহত হয়েছেন তাদের সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

ডিপিএ’র এক চিত্রগ্রাহক ডয়েচে ভেলেকে বলেছেন, স্ট্রেসেম্যানাস্ট্রাবির ফটকের পাশে এই গোলাগুলির ঘটনা ঘটেছে। এর পাশেই জার্মানির মধ্য-বামপন্থী দল সোশ্যাল ডেমোক্র্যাট পার্টির (এসপিডি) কার্যালয়ের অবস্থান। 

পুলিশের ওই মুখপাত্র অবশ্য বলেছেন, এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য ছিল বলে মনে করছেন না তারা। তবে পরিস্থিতি এখনও ঘোলাটে। গোলাগুলির পরই ঘটনাস্থল থেকে পালিয়েছেন বন্দুকধারী হামলাকারীরা। 

যারা হামলা করেছেন তাদের খুঁজে পেতে সেখানে সশস্ত্র কর্মকর্তাদের মোতায়েন করা হয়েছে। জানা গেছে, গুলি থেকে বাঁচতে লাফ দিয়ে পালানোর সময় আহত এক ব্যক্তি পাশের একটি নালায় পড়ে যান। 

গোলাগুলির ঘটনায় আহতদের প্রথমে ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও পরে তাদের হাসপাতালে ভর্তি করানো হয়। ঘটনাস্থলে পুলিশের হেলিকপ্টার উড়তে দেখা গেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। 

এএস