মধ্য-আফ্রিকার দেশ ক্যামেরুনের পশ্চিমাঞ্চলে যাত্রীবাহী একটি বাস দুর্ঘটনায় ৩৭ জনের বেশি নিহত ও আরও ১৮ জন গুরুতর আহত হয়েছেন। রোববার স্থানীয় সময় রাত ২টার দিকে দেশটির পশ্চিমের নেমালে গ্রামের কাছে বাস দুর্ঘটনায় এই হতাহতের ঘটনা ঘটে। 

ওই অঞ্চলের জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা আবসালোম মনোনো ওলোয়া মার্কিন বার্তাসংস্থা এপিকে বলেছেন, পশ্চিমাঞ্চলীয় শহর ফামব্যান থেকে রাজধানী ইয়োন্ডির দিকে যাওয়ার সময় ৭০ আসনের একটি বাস দুর্ঘটনার কবলে পড়েছে। রোববার রাত ২টার দিকে নেমালে গ্রামের কাছে রাস্তায় একটি ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়।  

তিনি বলেন, বাসটির অধিকাংশ যাত্রী পরিবারের সদস্যদের সঙ্গে ক্রিসমাস উদযাপন শেষে রাজধানীতে ফিরছিলেন। দুর্ঘটনায় হতাহতদের মধ্যে অনেকেই নববর্ষের উপহার সরবরাহকারীও ছিলেন।

উদ্ধারকারী কর্মীরা দুমড়ে-মুচড়ে যাওয়া বাসের নিচে উদ্ধার তৎপরতা পরিচালনা করছে। এতে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন দেশটির কর্মকর্তারা।

এসএস