ছবি সংগৃহীত

করোনাভাইরাসের রূপান্তরিত নতুন স্ট্রেইনের প্রবেশ ঠেকাতে বিমান চলাচলে দেওয়া নিষেধাজ্ঞা আরও এক সপ্তাহ বাড়িয়েছে সৌদি সরকার।

রোববার (২৮ ডিসেম্বর) দেশটির সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ এ ঘোষণা দিয়েছে।

সিভিল অ্যাভিয়েশনের পক্ষ থেকে বলা হয়েছে, দেশে সবধরনের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। তবে সৌদিতে অবস্থান করা বিদেশি নাগরিকদের অর্থাৎ অ-সৌদি আরবীয়দের নিজ দেশে বহন করতে পারবে এয়ারলাইন্সগুলো। সেক্ষেত্রে মানতে হবে করোনার স্বাস্থ্যবিধিগুলো।

এছাড়া বিদেশি এয়ারলাইন্সগুলো চার্টার্ড ফ্লাইট পরিচালনা করতে পারবে বলে জানিয়েছে সৌদি সিভিল অ্যাভিয়েশন। তবে সেক্ষেত্রে বিমানবন্দরে অবতরণকারী প্লেনের কর্মীরা প্লেন ছেড়ে নামতে পারবেন না এবং শারীরিকভাবে গ্রাউন্ড/অপারেশন কর্মীদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন না।

চার্টার্ড ও বিশেষ ফ্লাইট পরিচালনার আগে অবশ্যই দেশটির আকাশ পরিবহন সেবা বিভাবের অনুমতি নিতে হবে। 

এদিকে, যেসব দেশে করোনার নতুন স্ট্রেইন ধরা পড়েছে সেসব দেশ চার্টার্ড ফ্লাইট পরিচালনা করতে পারবে না বলে সৌদি সরকারের পক্ষ থেকে বলে দেয়া হয়েছে।

উল্লেখ্য, এর আগে ২০ ডিসেম্বর করোনার নতুন স্ট্রেইনের প্রবেশ ঠেকাতে বিমান চলাচল, সীমান্ত ও সমুদ্র বন্দর বন্ধ ঘোষণা করে সৌদি সরকার।

এদিকে সৌদি সরকারের এমন ঘোষণায় ২১ ডিসেম্বর ঢাকা থেকে সৌদি রুটে চলাচলকারী সব ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

এফআর