আফ্রিকা মহাদেশের প্রথম দেশ হিসেবে রোববার দক্ষিণ আফ্রিকায় মহামারি কোভিড-১৯ রোগে আক্রান্তের সংখ্যা দশ লাখ ছাড়িয়েছে। সোমবারের এক অনলাইন প্রতিবেদনে এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। 

দেশটিতে করোনাভাইরাসের নতুন ও অতিসংক্রামক একটি ধরন শনাক্ত হয়েছে বলে কর্তৃপক্ষ জানানোর কয়েকদিনের মাথায় মহামারি করোনার মোট সংক্রমণ দশ লাখ ছাড়াল। 

গত বছরের ডিসেম্বরে প্রথম চীন থেকে প্রাদুর্ভাব শুরুর পর দক্ষিণ আফ্রিকায় প্রথমবারের মতো করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছিল গত মার্চে।    

বিবিসি লিখেছে, রোগী ভর্তির সংখ্যা খুব দ্রুত বৃদ্ধি পাওয়ায় বিদ্যমান অবকাঠামো ও চিকিৎসা ব্যবস্থায় রোগীদের সেবা দিতে হিমশিম খাচ্ছে দক্ষিণ আফ্রিকার বেশ কিছু হাসপাতাল ও মেডিকেল সেন্টার।  

ধারণা করা হচ্ছে, ভাইরাসটির সংক্রমণের বিস্তার ঠেকাতে নতুন করে খুব শিগগিরই আবারও কঠোর বিধিনিষেধ আরোপের ঘোষণা দেবেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা

রোববার দেশে করোনাভাইরাসের মোট সংক্রমণ দশ লাখ ছাড়ানোর মতো দুঃখজনক মাইলফলক পার হওয়ার ঘোষণা দেন দক্ষিণ আফ্রিকার স্বাস্থ্যমন্ত্রী জেওয়েলি এমখিজে। 

দেশটির সরকারি হিসাব অনুযায়ী মার্চে প্রাদুর্ভাব শুরুর পর এ পর্যন্ত মোট শনাক্ত কোভিড-১৯ রোগীর সংখ্যা দশ লাখ চার হাজার ৪১৩ জন। এর মধ্যে ২৬ হাজার ৭৩৫ জন রোগী মারা গেছেন। 

গেল সপ্তাহে প্রতিদিন গড়ে ১১ হাজার ৭০০ রোগী শনাক্ত হয়েছে দক্ষিণ আফ্রিকায়; যা এর আগের সপ্তাহের চেয়ে ৩৯ শতাংশ বেশি। এ ছাড়া বুধবার থেকে শুক্রবার পর্যন্ত দৈনিক আক্রান্ত রোগীর গড় ১৪ হাজারের বেশি।   

দক্ষিণ আফ্রিকার শনাক্ত হওয়া করোনাভাইরাসের নতুন একটি ধরন (৫০১.ভি২ নামে পরিচিত) এই সংক্রমণের বিস্তারের নেপথ্যে বলে জানাচ্ছেন দেশটির স্বাস্থ্য সংশ্লিষ্ট কর্মকর্তারা। 

ইস্টান কেপ প্রদেশে করোনার এই নতুন ধরনটির সংক্রমণ শনাক্ত করেন দক্ষিণ আফ্রিকার বিজ্ঞানীদের একটি নেটওয়ার্ক। এরপর থেকে এটি দেশের অন্যান্য অঞ্চলেও দ্রুত বিস্তার ছাড়াচ্ছে। 

এএস