রাশিয়ার তৈরি ‘স্পুটনিক-৫’ টিকা নেবেন পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশটির উদ্ভাবিত কোভিড-১৯ টিকা ‘স্পুটনিক-৫’ নেবেন। স্থানীয় সময় রোববার দেশটির রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেলে এমনটাই জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী দিমিত্রি পেসকভ দেশটির রাষ্ট্রায়ত্ত টেলিভিশনকে বলেছেন, ‘টিকা নেবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন তিনি (পুতিন)। এখন তিনি এ সংক্রান্ত সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার অপেক্ষায় রয়েছেন শুধু।’
বিজ্ঞাপন
ডিসেম্বরের শুরুতে স্বেচ্ছায় ‘স্পুটনিক-৫’ টিকাদান কর্মসূচি শুরু হয়েছে রাশিয়ায়। মহামারি এই ভাইরাসের সংক্রমণের সবচেয়ে ঝুঁকিতে রয়েছেন প্রথমে রাজধানী মস্কোর এমন বাসিন্দাদের টিকা দেওয়া হচ্ছে।
এর আগে গত শনিবার ষাটোর্ধ্ব বয়সী মানুষের জন্য ‘স্পুটনিক-৫’ টিকা ব্যবহারের অনুমোদন দেয় রাশিয়া। এরপর রোববার মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানান, সোমবার থেকে ষাটোর্ধ্বদের টিকা দেওয়া শুরু হবে মস্কোতে।
বিজ্ঞাপন
ষাটোর্ধ্বদের ক্ষেত্রে টিকার প্রয়োগ শুরুর জন্য পৃথকভাবে চালানো পরীক্ষায় ইতিবাচক ফলাফল আসার পর এই বয়সীদের টিকার অনুমোদন দেয় রাশিয়া। উল্লেখ্য, দেশটিরে প্রেসিডেন্ট ভ্লাদিমিরি পুতিনের বয়স ৬৮ বছর।
এর আগে গত আগস্টে প্রেসিডেন্ট পুতিন জানিয়েছিলেন, তার এক মেয়ে স্পুটনিক-৫ টিকার ট্রায়ালে অংশ নিয়ে সেই টিকা নেন শরীরে এবং টিকা নেওয়ার পর তার কোনো ধরনের নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হয়নি।
এএস