ছুরি নিয়ে এক ব্যক্তির চালানো হামলায় চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় এলাকায় কমপক্ষে সাত জন নিহত হয়েছেন। দেশটির গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের বরাতে এ খবর জানিয়েছে ব্রিটিশ সম্প্রচারমাধ্যম বিবিসি। 

বিবিসির সোমবারের ওই অনলাইন প্রতিবেদন অনুযায়ী দেশটির উত্তর-পূর্বের লাইওনিং প্রদেশের ছোট শহর কাইইউয়ানে গণহারে চালানো ওই ব্যক্তির ছুরি হামলায় সাতজন নিহত ছাড়া আরও সাত জন গুরুতর আহত হয়েছেন। 

রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা শিনহুয়া এক প্রতিবেদনে জানিয়েছে, সন্দেহভাজন এক হামলাকারীকে গ্রেফতার করেছে পুলিশ। তবে কী উদ্দেশ্যে এই ছুরি হামলা চালানো হয়েছে, সে সম্পর্কে এখনও নিশ্চিত করে কিছু জানা যায়নি।   

প্রত্যক্ষদর্শীদের বরাতে ওই প্রতিবেদনে আরও জানানো হয়েছে, কাইইউয়ানের রাস্তায় অতর্কিতে এক ব্যক্তি ছুরি নিয়ে হামলা চালান। সামনে যাকে পান তাকেই ছুরি দিয়ে আঘাত করতে শুরু করলে মর্মান্তিক এই হতাহতের ঘটনা ঘটে।  

অবশ্য চীনে এমন সহিংস অপরাধের ঘটনা খুব একটা ঘটে না। তবে বিগত কয়েক বছর ধরে দেশটিতে এ রকম ছুরি হামলার ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েছে।   

মূলত এসব হামলা করে থাকেন মানসিকভাবে অসুস্থ মানুষজন। বিশেষ করে তাদের পরিচিত কোনো ব্যক্তি বা কর্মকর্তার বিরুদ্ধে বদলা নেওয়ার উদ্দেশ্যে এমন হামলা করেন তারা।

হংকংভিত্তিক সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, কাইইউয়ান শহরের সন্দেহভাজন ওই হামলাকারী স্থানীয় সময় ৮টার পর বেপরোয়াভাবে এই ছুরি হামলা শুরু করেন। 

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত হামলাকারীকে ঠেকানোর সময় এক পুলিশ কর্মকর্তা আহত হন। তবে যারা প্রাণ হারিয়েছেন তাদের সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য দেয়নি পুলিশ। 

এএস