একা গাড়ি চালালেও পরতে হবে মাস্ক, রায় দিল্লি আদালতের
গাড়িতে একা থাকলেও বাধ্যতামূলক ভাবে পরতে হবে মাস্ক। বুধবার এমনই নির্দেশ দিয়েছে দিল্লি হাইকোর্ট। গাড়িতে একা থাকলে মাস্ক পরা উচিত কি না এবং না পরলে জরিমানা করা উচিত কি না তা নিয়ে বুধবার একটি মামলার শুনানি শেষে এই রায় দেন বিপারপতি প্রতিভা এম সিংহ।
গাড়িকে ‘পাবলিক প্লেস’ হিসেবে বিবেচনায় নিয়ে এই নির্দেশ দেওয়া হয়েছে উল্লেখ করে দিল্লি হাইকোর্টের বিচাপতি প্রতিভা এম সিংহ বলেন, যখন কোনো গাড়ি ট্র্যাফিক সিগন্যালে দাঁড়ায়, তখন অনেক সময় চালক গাড়ির জানলার কাচ ওঠান-নামান। করোনাভাইরাস এত ছোঁয়াচে যে এই সময়েও ওই ব্যক্তি আক্রান্ত হতে পারেন।
বিজ্ঞাপন
বুধবার বিচারপতি প্রতিভা এম সিংহ আরো বলেন, ‘মাস্ক হল রক্ষাকবচ। তা হলে গাড়িতে একা থাকলে মাস্ক পরতে এত আপত্তি কেন? নিজেদের রক্ষার জন্যই মাস্ক পরা প্রয়োজন।’
গতবছর সেপ্টেম্বরে সৌরভ শর্মা নামে দিল্লির এক আইনজীবী দিল্লি হাইকোর্টে একটি পিটিশন দায়ের করেছিলেন। সেখানে তিনি অভিযোগ করেন, নিজের গাড়ি চালানোর সময় মাস্ক পরে না থাকার কারণে তার কাছ থেকে ৫০০ রুপি জরিমানা আদায় করেছে পুলিশ। কিন্তু এই জরিমানা আদায় বৈধ কি না— সে সংক্রান্ত কোনো কাগজপত্র তারা দেখাতে পারেনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অ্যাকাউন্টে সৌরভ সেই পিটিশনের কপি পোস্টও করেছিলেন। তারপর এর পক্ষে-বিপক্ষে ব্যাপক আলোচনা শুরু হয়। কেন্দ্রীয় সরকার ভারতের জনসমাগম এলাকায় (পাবলিক প্লেস) মাস্ক পরে থাকার ব্যাপারে কঠোর নির্দেশ দিয়েছে, তবে ব্যক্তিগত গাড়ি এর আওতায় পড়বে কি না সে ব্যাপারে স্পষ্ট কোনো নির্দেশনা আসেনি কেন্দ্র থেকে। অবশেষে বুধবার আদালত এ বিষয়ক সিদ্ধান্ত জানালেন।
বিজ্ঞাপন
এদিকে ভারতে সম্প্রতি ভয়াবহ অবস্থায় পৌঁছেছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ১ লক্ষ ১৫ হাজারের বেশি মানুষ। উদ্বেগজনক ভাবে বেশ কয়েকটি রাজ্যে বাড়ছে সংক্রমণের হার, যার মধ্যে দিল্লি অন্যতম।
বুধবারের শুনানিতে সে বিষয়টি উল্লেখ করে বিচারপতি বলেন, ‘মহামারি ফের বিপজ্জনক জায়গায় পৌঁছাচ্ছে। অতএব যারা টিকা নিয়েছেন বা এখনও নেননি, প্রত্যেকের উচিত মাস্ক পরা।’
সূত্র: হিন্দুস্তান টাইমস
এসএমডব্লিউ