প্রতীকী ছবি।

ব্রিটেনের আত্মবিশ্বাসে কার্যত পানি ঢেলে দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও- হু)। ৯ এপ্রিল ব্রিটেন জানিয়েছিল, দেশজুড়ে দ্রুত গতিতে টিকাদানের কারণে আগের থেকে অনেকটা ‘সুস্থ’ হয়ে উঠেছে তারা। সংক্রমণ কমছে। হাসপাতালে রোগী ভর্তি কমছে। মৃত্যুও কম। কিন্তু সেরে ওঠার সেই আত্মবিশ্বাসী মনোভাবকে খারিজ করে দিয়ে হু-এর এক বিশেষজ্ঞ জানালেন, এই সাফল্যটুকুই সব নয়। বিপদ এখনও কাটেনি। ফের আছড়ে পড়তে পারে সংক্রমণ ঢেউ।

হু-এর ইউরোপ শাখার শীর্ষস্থানীয় বিশেষজ্ঞ ক্যাথরিন স্মলউড সতর্ক করে দিয়ে বলেছেন, সংক্রমণ কমলেও যে পরিমাণে সংক্রমণ এখনও হচ্ছে, সেটা ভয়ের। এখনও বিপদসীমাতেই রয়েছে ব্রিটেন। আর একটা ঢেউ এলে সামলাতে পারবে না। 

স্মলউড আরও মনে করিয়ে দিয়েছেন— ‘‘ভাইরাস শক্তি বাড়িয়ে ভয়ঙ্কর হয়ে উঠেছে। নতুন স্ট্রেনের সংক্রমণ ক্ষমতা ও মৃত্যুহার , দুই-ই বেশি।’’ ফলে এখনই নিজেদের সাফল্যে ব্রিটেনের খুশি হওয়ার মতো কিছু হয়নি বলে মনে করেন ক্যাথরিন।

এইচকে