পবিত্র রমজান মাসের শুভেচ্ছা জানালেন জাস্টিন ট্রুডো
পবিত্র রমজান মাস উপলক্ষে সারা বিশ্বের মুসলিমদের শুভেচ্ছা জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। মঙ্গলবার (১৩ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে দেওয়া এক ভিডিও বার্তায় সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানান তিনি।
রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় মঙ্গলবার থেকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশ, যুক্তরাষ্ট্র, কানাডার মতো বিশ্বের অনেক দেশে রোজা শুরু হয়েছে। এ উপলক্ষে প্রায় দেড় মিনিটের ওই ভিডিও বার্তায় কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্টুডো শুরুতেই ‘আসসালামু আলাইকুম’ বলে সালাম জানিয়ে শুভেচ্ছা জানান এবং তা শেষ করেন ‘রমজান মুবারক’ বলে।
বিজ্ঞাপন
— Justin Trudeau (@JustinTrudeau) April 12, 2021
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, করোনা মহামারির কারণে রমজান মাসে একত্রে বেশি মানুষ জড়ো হতে না পরলেও এর মূল্যবোধ অর্জন এবং উদযাপনে মুসলিমদের তা বিরত রাখতে পারবে না।
তিনি বলেন, ‘সোফি এবং আমি, আপনাদের সবার শান্তি ও সমৃদ্ধি কামনা করছি। রমজান মুবারক।’
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, রোজা রেখেও অনেক মুসলিম করোনা মহামারির বিরুদ্ধে সম্মুখ যোদ্ধা হিসেবে কাজ করবেন। আমি জানি এটা কঠিন কাজ। কিন্তু এটা ঠিক, করোনা মহামারি আমাদেরকে একত্রে জড়ো হওয়া থেকে বিরত রাখতে পারলেও রোজার মাধ্যমে ইসলামী মূল্যবোধ উদযাপন থেকে বিরত রাখতে পারবে না।’
কানাডার প্রধানমন্ত্রী বলেন, ‘সামনে আলোকিত দিন আসছে, করোনার টিকা রয়েছে। আর তাই সুযোগ আসা মাত্র সবাইকে টিকা নিতে হবে।’
সূত্র: জিও নিউজ
টিএম