বিশ্বজুড়ে প্রাণ গেছে ৫০ সাংবাদিকের : আরএসএফ
২০২০ সালে বিশ্বজুড়ে নিহত হয়েছেন ৫০ জন সাংবাদিক ও মিডিয়া কর্মী। সাংবাদিকদের প্রাণহানির বেশিরভাগ ঘটনাই ঘটেছে যুদ্ধে লিপ্ত নয়; এমন কয়েকটি দেশে। মঙ্গলবার সাংবাদিকদের আন্তর্জাতিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের (আরএসএফ) বার্ষিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
নিহত সাংবাদিকদের অধিকাংশই অপরাধ, দুর্নীতি এবং পরিবেশবিষয়ক অনুসন্ধানী প্রতিবেদক হিসেবে কর্মরত ছিলেন। চলতি বছর মেক্সিকো, ভারত এবং পাকিস্তানে সাংবাদিক হত্যার ঘটনা গুরুত্ব পেয়েছে আরএসএফের প্রতিবেদনে।
বিজ্ঞাপন
নিহতদের ৮৪ শতাংশই পরিকল্পিত হত্যাকাণ্ডের শিকার। গত বছর ২০১৯ সালে এই হার ছিল ৬৩ শতাংশ।
আরএসএফ
রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের এডিটর ইন চিফ পলিন অ্যাডেস মেভেল বলেন, ‘গত বেশ কয়েক বছর ধরে আমরা লক্ষ্য করছি, অনুসন্ধানী প্রতিবেদকরা রাষ্ট্র এবং বিভিন্ন গোষ্ঠীর চক্ষুশূলে পরিণত হচ্ছেন।’
বিজ্ঞাপন
আরএসএফের বার্ষিক প্রতিবেদনে মেক্সিকোকে সাংবাদিকদের জন্য সবচেয়ে ভয়ঙ্কর রাষ্ট্র হিসেবে উল্লেখ করে বলা হয়েছে, চলতি বছর দেশটিতে আটজন সাংবাদিক নিহত হয়েছেন। নিহতদের সবাই মেক্সিকোর মাদক ব্যবসা এবং রাজনৈতিক অস্থিরতাবিষয়ক অনুসন্ধানী প্রতিবেদক হিসেবে দেশটির এবং আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমে কর্মরত ছিলেন।
১৯৯৫ সাল থেকে বিশ্বজুড়ে সাংবাদিকদের বিরুদ্ধে সহিংসতার তথ্য সংকলন করে আসা আরএসএফের প্রতিবেদনে বলা হয়েছে, সাংবাদিক হত্যায় অভিযুক্ত কাউকেই এখন পর্যন্ত বিচার বা শাস্তির মুখোমুখি করতে পারেনি মেক্সিকো সরকার।
যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে চলতি বছর নিহত হয়েছেন ৫ জন সাংবাদিক। এ প্রসঙ্গে প্রতিবেদনে বলা হয়েছে, দেশটিতে সরকার এবং বিবাদমান তালেবান গোষ্ঠীর মধ্যে শান্তি সংলাপ চললেও সংবাদকর্মীদের নিরাপত্তা পরিস্থিতির কোনও উন্নতি হয়নি।
ডিসেম্বরে ইরানের বিরোধীদলীয় নেতা রুহুল্লাহ জামের মৃত্যুদণ্ডের ঘটনাটিও গুরুত্ব দিয়ে প্রতিবেদনে উল্লেখ করেছে আরএসএফ। জাম ইরানে একটি জনপ্রিয় সোশ্যাল মিডিয়া চালাতেন; দেশটিতে সরকারবিরোধী পক্ষাবলম্বীরা নিয়মিত অনুসরণ করতেন তার ওই মিডিয়া।
রুহুল্লাহ’র মৃত্যুদণ্ড প্রসঙ্গে প্রতিবেদনে বলা হয়েছে, ‘গত ৫০ বছরে ইরানে রাষ্ট্রীয়ভাবে যেসব সাংবাদিকের মৃত্যুর দিকে ঠেলে দেয়া হয়েছে, সেই তালিকায় আর একটি নাম যুক্ত হলো।’
সংবাদমাধ্যমের প্রতি বৈরী মনোভাব পোষণের ক্ষেত্রে উন্নত বিশ্ব যে পিছিয়ে নেই তাও উল্লেখ করেছে আরএসএফ। ২০১৯ সালে বিশ্বজুড়ে ৫৩ জন সাংবাদিক হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন। এ বছর সেই সংখ্যা তুলনামূলকভাবে কম হলেও আরএসএফ বলেছে, কোভিড-১৯ মহামারির কারণে বিগত বছরগুলোর তুলনায় চলতি বছর কর্মসূত্রে অল্প সাংবাদিক বাইরে বেরিয়েছেন।
আরএসএফের প্রতিবেদনের প্রথম অংশ প্রকাশিত হয়েছে চলতি মাসে। চলমান মহামারি পারিস্থতি মোকবিলায় বিভিন্ন দেশের সরকার প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সংবাদমাধ্যমের স্বাধীনতা লঙ্ঘনের মাত্রাও অনেক ক্ষেত্রে ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে আরএসএফ।
মহামারি চলাকালে বিভিন্ন দেশে কারাদণ্ডপ্রাপ্ত হয়েছেন ৩৮৭ জন সাংবাদিক। তাদের মধ্যে ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে সরেজমিন প্রতিবেদন করার কারণে।
দণ্ডপ্রাপ্ত সাংবাদিকদের এই সংখ্যাকে ‘ঐতিহাসিকভাবে ব্যাপকসংখ্যক’ বলে উল্লেখ করা হয়েছে আরএসএফের প্রতিবেদনে।
সূত্র: এএফপি।
এসএমডব্লিউ/এসএস