উহানে ৫০ হাজার নয় ৫ লাখ মানুষের করোনা
চীনের উহানে মহামারি করোনা প্রাদুর্ভাবের শুরুর দিকের ছবি এটি
নভেল করোনাভাইরাসের ‘উৎপত্তিস্থল’ চীনের উহান শহরের প্রায় ৫ শতাংশ মানুষ কোভিড-১৯ আক্রান্ত হয়ে থাকতে পারেন বলে জানিয়েছেন দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিসিডিসি) গবেষকরা।
চীনের মধাঞ্চলীয় প্রদেশ হুবেই এর রাজধানী শহর উহানে এক কোটি ১০ লাখ মানুষের বাস। সিসিডিসির করা ওই গবেষণায় দেখা হচ্ছে, শহরটির আনুমানিক পাঁচ লাখ মানুষের দেহে হয়তো সংক্রমণ ঘটিয়েছে করোনা।
বিজ্ঞাপন
চীনে উপসর্গহীন কোভিড-১৯ রোগীদের হিসাব সরকারিভাবে রাখা হয়নি।
যদি সিসিডিসির গবেষকদের সংক্রমণ নিয়ে দেওয়া এই অনুমান সত্য হয়, তাহলে উহানে ৫০ হাজার ৩৫৪ জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন বলে দেশটির সরকারের দেওয়া তথ্যের চেয়ে এই সংখ্যাটা হবে দশগুণ বেশি।
বিজ্ঞাপন
বুধবার ব্রিটিশ সম্প্রচারমাধ্যম বিবিসির এক অনলাইন প্রতিবেদনে চীনের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের বরাতে এ তথ্য জানিয়ে বলা হচ্ছে, চীনে উপসর্গহীন কোভিড-১৯ রোগীদের হিসাব সরকারিভাবে রাখা হয়নি।
করোনা উৎপত্তি নিয়ে ‘স্বাধীনভাবে’ অনুসন্ধানের জন্য একদল বিজ্ঞানীর উহান সফরের আগ মুহূর্তে এমন তথ্য জানালো চীন।
করোনার উৎপত্তি নিয়ে অনুসন্ধানে একদল আন্তর্জাতিক বিজ্ঞানীর উহান সফরের ঠিক আগে মহূর্তে মহামারি এই ভাইরাসটির প্রাদুর্ভাবের কেন্দ্র উহানের আক্রান্ত মানুষের সংখ্যা নিয়ে এমন তথ্য জানালো চীন সরকার।
দীর্ঘ কয়েক মাসের আলোচনার পর অবশেষে বেইজিং উহানে করোনা উৎপত্তি নিয়ে ‘স্বাধীনভাবে’ অনুসন্ধানের জন্য সেখানে সফরের অনুমতি দেয় বিজ্ঞানীদের। আগামী মাসে উহান সফরে যাওয়ার কথা এসব বিজ্ঞানীর।
উল্লেখ্য, করোনায় আক্রান্ত ও মৃত্যু নিয়ে যথেষ্ট স্বচ্ছতা না দেখানোয় চীনের দেওয়া তথ্যে অনাস্থার কথা জানিয়ে চলতি বছরের শুরু থেকেই যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়াসহ পশ্চিমা অনেক দেশ বেইজিংয়ের সমালোচনা করছে।
চীনা সামাজিক যোগাযোগ মাধ্যম উইচ্যাটে বিৃবৃতি দিয়ে চীনের সিডিসি জানিয়েছে, উহানের বাইরেও রাজধানী বেইজিং এবং হুবেই, শাংহাই ও আরও চার প্রদেশের ৩৪ হাজার মানুষের নমুনা নিয়ে তারা গবেষণাটি করেছে।
এএস