আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে গ্রেফতার হয়েছেন পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী খাজা মুহম্মদ আসিফ। 

মঙ্গলবার ইসলামাবাদ থেকে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের নেতৃত্বাধীন পাকিস্তান মুসলিম লীগের (পিএমএল-এন) এই নেতাকে গ্রেফতার করেন দেশটির দুর্নীতি দমন সংস্থার কর্মকর্তারা।

পিএমএল-এন মুখপাত্র মরিয়ম আওরঙ্গজেব বলেন, মঙ্গলবার দলের বৈঠক শেষে পার্টি অফিস থেকে বেরিয়ে যাওয়ার পরপরই ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরোর (ন্যাব) কর্মকর্তারা তাকে গ্রেফতার করেন।

এ প্রসঙ্গে এক বিবৃতিতে ন্যাবের পক্ষ থেকে বলা হয়েছে, ‘জ্ঞাত আয়বহির্ভূত সম্পত্তি অর্জনের’ অভিযোগে ন্যাব এর লাহোর কার্যালয়ের কর্মকর্তারা নওয়াজ শরিফ সরকারের সাবেক এই মন্ত্রীকে গ্রেফতার করেছেন।

তার বিরুদ্ধে থাকা অভিযোগের বিষয়ে বলা হয়, ২০০৪ সাল থেকে ২০০৮ সংযুক্ত আরব আমিরাতের রাজধানী দুবাই এর পাকিস্তান দূতাবাসের আইনি উপদেষ্টা হিসেবে কর্মরত থাকার সময় ১৩ কোটি ৬০ লাখ পাকিস্তানি রূপি উপার্জনের তথ্য পাওয়া গিয়েছে; যার কোনো বৈধ উৎস খুঁজে পায়নি ন্যাব। 

তদন্তের জন্য উপদেষ্টা থাকাকালীন বেতন সংক্রান্ত নথিপত্র তলব করে বেশ কয়েকবার নির্দেশ জারি করা হলেও খাজা আসিফ বরাবরই তদন্তে সহযোগিতা করতে ‘ব্যর্থ হয়েছেন’ বলে বিবৃতিতে জানিয়েছে ন্যাব।

এদিকে দলের সদস্যকে গ্রেফতারের ঘটনায় পাকিস্তানে ক্ষমতাসীন তেহরিক ই ইনসাফ সরকারের প্রতি নিন্দা জানিয়েছেন পিএমএল-এন শীর্ষ নেতা এবং পাকিস্তানের তিনবারের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ।

তিনি বলেন, নিজেদের টলটলায়মান অবস্থা সামাল দিতেই বিরোধীদলীয় নেতা-কর্মীদের ওপর দমন-পীড়ন চালাচ্ছে ক্ষমতাসীন সরকার।

‘এই অন্ধ প্রতিহিংসাপরায়ণ সরকারের দিন শেষ হয়ে আসছে’— বলেন নওয়াজ।

তার মেয়ে মরিয়ম বলেন, দলের শীর্ষ নেতার বিরুদ্ধে অবস্থান নিতে খাজা আসিফকে চাপ দিচ্ছিল ক্ষমতাসীন সরকার; কিন্তু তিনি চাপের মুখে নতি স্বীকার না করার কারণেই তাকে গ্রেফতার করা হয়েছে। 

ইতোমধ্যে দলের প্রেসিডেন্ট শেহবাজ শরিফ, জেষ্ঠ্য নেতা হামজা শেহবাজ, রানা সানাউল্লাহ, জাভেদ লতিফ, আহসান ইকবাল, শহীদ খাকান আব্বাসি, সাদ রফিক সহ কয়েকজন পিএমএল-এন নেতার বিরুদ্ধে দুর্নীতির মামলা চলছে পাকিস্তানের একাধিক আদালতে। 

খাজা মুহম্মদ আসিফের গ্রেফতারের ঘটনায় দুর্নীতিতে অভিযুক্ত পিএমএল-এন নেতাদের তালিকা আরও দীর্ঘ হলো। 

সাবেক এই মন্ত্রী এমন সময়ে গ্রেফতার হলেন, যখন দেশজুড়ে পাকিস্তানের ১১টি বিরোধীদলের জোট পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট (পিডিএম) প্রধানমন্ত্রী ইমরান খানের পদত্যাগের দাবিতে দেশজুড়ে আন্দোলনের ডাক দিয়েছে। 

সূত্র: ডন, এনডিটিভি ও পিটিআই

এসএমডব্লিউ/এএস