অক্সফোর্ডের টিকার অনুমোদন দিল যুক্তরাজ্য
প্রথম দেশ হিসেবে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের উদ্ভাবিত করোনাভাইরাস টিকা ব্যবহারের অনুমোদন দিয়েছে যুক্তরাজ্য। ট্রায়ালের ফলাফল বিশ্লেষণ শেষে বুধবার টিকাটি ব্যবহারের অনুমোদন দিল দেশটির ওষুধ প্রশাসন কর্তৃপক্ষ।
অক্সফোর্ডের টিকা অনুমোদনকে ‘টার্নিং পয়েন্ট’ অভিহিত করে দেশটির সংবাদমাধ্যম বিবিসি লিখেছে, মানুষের জীবনযাপন স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে যুক্তরাজ্যে করোনার যে টিকাদান কর্মসূচি শুরু হয়েছে, এই টিকার অনুমোদনে তার ব্যাপক প্রসার ঘটবে।
বিজ্ঞাপন
ব্রিটেনের ওষুধ প্রশাসনের কাছ থেকে ব্যবহারের অনুমোদন পাওয়ার অর্থ হচ্ছে, অক্সফোর্ডের তৈরি এই টিকা মহামারি করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে কার্যকর এবং সুরক্ষিত।
অক্সফোর্ডের তৈরি এই টিকা উৎপাদন করছে ব্রিটিশ ওষুধ কোম্পানি অ্যাস্ট্রাজেনেকা। যুক্তরাজ্য ইতোমধ্যে এই টিকার ১০ কোটি ডোজ কেনার জন্য চুক্তি করেছে; যা দেশটির ৫ কোটি মানুষকে টিকা দেওয়ার জন্য যথেষ্ট।
বিজ্ঞাপন
এএস