সম্মেলনের প্রস্তুতি নিচ্ছে উ. কোরিয়ার ওয়ার্কার্স পার্টি
দেশের নতুন অর্থনৈতিক এবং রাজনৈতিক লক্ষ্য নির্ধারণে দল পুনর্গঠন ও পুনর্বিন্যাস করতে সম্মেলন করার সিদ্ধান্ত নিয়েছে উত্তর কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টি। ২০২১ সালের জানুয়ারির ১ম ভাগে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। দেশটির শীর্ষ নেতা কিম জং উন মঙ্গলবার সম্মেলনের প্রস্তুতি’র বিষয়ে পার্টির একটি পলিটব্যুরো বৈঠকে সভাপতিত্ব করেছেন।
বুধবার উত্তর কোরিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা কেসিএনএ এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞাপন
এদিকে, এ সংবাদ প্রচারিত হওয়ার পর এই ঘটনাকে উত্তর কোরিয়ার ইতিহাসে ‘বিরল’ বলে উল্লেখ করেছে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যম।
মঙ্গলবারের বৈঠকে আসন্ন সম্মেলন সম্পর্কিত বিভিন্ন আলোচ্য বিষয় এবং প্রস্তাবনা ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো কমিটি অনুমোদন করেছে বলে জানিয়েছে কেসিএনএ। আগামী জানুয়ারির প্রথম ভাগে সম্মেলনের সিদ্ধান্ত গৃহীত হলেও এর তারিখ সুনির্দিষ্ট করে জানায়নি দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা।
বিজ্ঞাপন
২০২০ সালে করোনা মহামারির পাশাপাশি বেশ কয়েকটি ঘূর্ণিঝড় আঘাত হেনেছে উত্তর কোরিয়ায়। এছাড়া পারমাণবিক বোমা প্রস্তুত প্রকল্প চালু রাখার কারণে বিদ্যমান আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় পর্যুদস্ত অবস্থায় রয়েছে দেশটির অর্থনীতিও।
যুক্তরাষ্ট্রে সম্প্রতি অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের জয়ে হোয়াইট হাউস থেকে ডোনাল্ড ট্রাম্পের বিদায়ের বিষয়টিও গুরুত্ব দিচ্ছে উত্তর কোরিয়া সরকার। গত বছর ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একাধিক বৈঠক হয়েছে কিম জং উনের, আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষকরা যেগুলোকে আখ্যা দিয়েছেন ‘ঐতিহাসিক বৈঠক’ হিসেবে।
তবে যুক্তরাষ্ট্রের নির্বাচন ও ক্ষমতার এই পরিবর্তনের প্রসঙ্গে এখন পর্যন্ত কোনও মন্তব্য করেনি উত্তর কোরিয়া। তাই বাইডেনের ক্ষমতা গ্রহণের পর ওয়াশিংটন ও পিয়ংইয়ংয়ের সম্পর্ক কেমন হবে সে বিষয়ে এখনও অস্পষ্টতা রয়ে গেছে।
দেশটির সব অর্থনৈতিক খাতে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে গত অক্টোবরে ৮০ দিনব্যাপী অভিযানের ডাক দিয়েছিলেন কিম। পার্টি কংগ্রেসের যাবতীয় প্রস্তুতি সাবলীল ভাবে এগিয়ে চলছে বলে জানিয়েছে কেসিএনএ।
২০১৬ সালে সর্বশেষ সম্মেলন করেছিল উত্তর কোরিয়া ওয়ার্কার্স পার্টি, যেখানে কিম জং উন তার প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা ঘোষণা করেছিলেন।
প্রসঙ্গত, ১৯৮০ সালের পর কিম জং উন উত্তর কোরিয়ার ক্ষমতার কেন্দ্রে আসা প্রথম ব্যক্তি, যিনি পঞ্চবার্ষিকী পরিকল্পনা হাতে নিয়েছিলেন। ওই কংগ্রেসে কিম প্রতিশ্রুতি দিয়েছিলেন, অন্য দেশ দ্বারা আক্রান্ত হওয়ার আগ পর্যন্ত পারমাণবিক অস্ত্র প্রয়োগের কোনও পরিকল্পনা উত্তর কোরিয়া সরকারের নেই।
২০১৬ সালের কংগ্রেসের মধ্য দিয়েই উত্তর কোরিয়া ওয়ার্কার্স পার্টির চেয়ারম্যান এবং দেশের শীর্ষ নেতার পদে আসীন হন কিম জং উন।
সূত্র: আলজাজিরা।
এসএমডব্লিউ