আফগানিস্তানের মধ্যাঞ্চলীয় ঘোর প্রদেশে বন্দুকধারীর গুলিতে এক সাংবাদিক নিহত হয়েছেন। শনিবারের এক অনলাইন প্রতিবেদনে সংঘাতকবলিত দেশটিতে আরও এক সাংবাদিক খুন হওয়ার এ খবর জানিয়েছে বিবিসি। 

শুক্রবার হত্যার শিকার ওই সাংবাদিকের নাম বিসমিল্লাহ আইমাক। তিনি স্থানীয় একটি রেডিও স্টেশনের প্রধান সম্পাদক। এ নিয়ে গত দুই মাসে পাঁচজন সাংবাদিক খুন হলেন আফগানিস্তানে।

সাংবাদিকদের আন্তর্জাতিক সংগঠন রিপোর্টার্স উইথআউট বর্ডারস জানিয়েছে যে, এক মাসে আগেও একবার আইমাককে হত্যার চেষ্টা করা হয়। তবে ওইবার কোনো মতে বেঁচে যান তিনি।  

সম্প্রতি আফগানিস্তানে সাংবাদিক, মানবাধিকারকর্মী ও সরকারপন্থী মানুষজনকে হত্যার চেষ্টা করা হচ্ছে। এর আগে একজন প্রখ্যাত অভিনেত্রীকে লক্ষ্য করে তার বাড়ির সামনে থাকা গাড়িতে গুলি করে বন্দুকধারীরা। 

এসব হত্যার বেশিরভাগের দায় কোনো জঙ্গি সংগঠনই স্বীকার করেনি। তবে দেশটির সরকারি কর্মকর্তারা এসব হত্যার জন্য অধিকাংশ ক্ষেত্রে বিরোধী পক্ষ সশস্ত্র গোষ্ঠী তালেবানকে দায়ী করে থাকেন।  

দেশটিতে সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিত্ব ও মানবাধিকারকর্মী হত্যার জন্য জাতিসংঘ, সামরিক জোট ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বরাবরের মতো নিন্দা জানিয়ে আসছে বলে জানাচ্ছে বিবিসি। 

ক্ষমতার ভাগাভাগি নিয়ে লড়াইরত তালেবান ও আফগান সরকারের মধ্যে আলোচনা আগামী সপ্তাহ থেকে আবারও শুরু হবে। তবে বিবদমান দুই পক্ষের মধ্যকার কয়েক মাসের আলোচনাজুড়ে সহিংসতা কমেনি। 

প্রাথমিক কিছু বিষয় নিয়ে কাতারে শুরু হওয়া বৈঠকে তালেবান ও আফগান সরকারের আলোচনায় কিছুটা অগ্রগতি হলেও অস্ত্রবিরতি এবং কাবুল সরকারে ক্ষমতার ভাগাভাগি নিয়ে আলোচনা শুরু হয়নি এখনও। 

এএস