অক্সফোর্ডের টিকার অনুমোদন দিল ভারত: রয়টার্স
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রাজেনেকার কোভিড-১৯ টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে ভারতের ওষুধ নিয়ন্ত্রক কর্তৃপক্ষ। শুক্রবার এ অনুমোদন দেওয়া হয় বলে সংশ্লিষ্ট দুটি সূত্রের বরাতে জানিয়েছে রয়টার্স।
একই দিন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের এ সংক্রান্ত একটি বিশেষজ্ঞ প্যানেল ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড টিকার ব্যবহার শুরুর সবুজ সংকেত দেওয়ার পর এই অনুমোদনের খবর জানা গেল।
বিজ্ঞাপন
রয়টার্স সূত্রের বরাতে এ খবর দিয়ে লিখেছে, এতে করে যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি কোভিড-১৯ রোগী থাকা বিশ্বের দ্বিতীয় সর্বাধিক জনবহুল দেশ ভারতে করোনার টিকাদান কর্মসূচি শুরুর ছাড়পত্র দেওয়া হলো।
সূত্রের একটি রয়টার্সকে বলেছে, ভারত দ্রুত টিকাদান কর্মসূচি শুরু করতে চায়, যতদূর জানি আগামী বুধবার থেকে। তবে এখনও আনুষ্ঠানিক ঘোষণা না আসায় সূত্র দুটি তাদের পরিচয় প্রকাশ করতে চাননি।
বিজ্ঞাপন
ভারতের কেন্দ্রীয় ওষুধ নিয়ন্ত্রক কর্তৃপক্ষ ‘সেন্ট্রাল ড্রাগস স্টান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন’র (সিডিএসসিও) এক প্রতিনিধির কাছে রয়টার্সের পক্ষ থেকে এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি মন্তব্য করবেন না বলে জানান।
সম্প্রতি প্রথম দেশ হিসেবে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় উদ্ভাবিত এবং ব্রিটিশ ওষুধ কোম্পানি অ্যাস্ট্রাজেনেকার উৎপাদিত এই টিকার অনুমোদন দেয় ব্রিটেন। দ্বিতীয় দেশ হিসেবে আর্জেন্টিনাও অনুমোদন দিয়েছে।
অক্সফোর্ডের টিকা ছাড়াও মার্কিন কোম্পানি ফাইজার ও জার্মান কোম্পানি বায়োএনটেকের যৌথভাবে তৈরি টিকা এবং দেশে উদ্ভাবিত ভারত বায়োটেকের টিকার জরুরি অনুমোদন দেওয়ার কথা ভাবছে ভারত সরকার।
অক্সফোর্ডের তৈরি টিকা উৎপাদন করছে পুনের সেরাম ইনস্টিটিউট। এর নাম ‘কোভিশিল্ড’। এছাড়াও ভারত বায়োটেক ও ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চের তৈরি করোনা টিকার নাম ‘কোভ্যাকসিন’।
এএস