ইউরোপের বেশ কয়েকটি দেশে করোনাভাইরাসের নতুন একটি ধরন ছড়িয়ে পড়ার জের ধরে নিষেধাজ্ঞা আরোপের পর আবারও আন্তর্জাতিক ফ্লাইট চলাচলের অনুমতি দিয়েছে সৌদি আরব। একইসঙ্গে স্থল ও সমুদ্রপথে দেশটিতে প্রবেশের জন্যও সীমান্ত খুলে দিয়েছে দেশটি।

বেশ কয়েকটি শর্তে রিয়াদ এই সিদ্ধান্ত নিয়েছে বলে শনিবার (২ জানুয়ারি) সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি (এসপিএ)।

রোববার (৩ জানুয়ারি) স্থানীয় সময় বেলা ১১টা থেকে আন্তর্জাতিক ফ্লাইট চলাচলসহ সীমান্ত পুনরায় খুলে দেওয়ার এই আদেশটি কার্যকর হবে। এর আগে বেশ কয়েকটি ইউরোপীয় দেশে করোনাভাইরাসের নতুন একটি ধরন ছড়িয়ে পড়লে ডিসেম্বরের ২০ তারিখে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ ঘোষণাসহ ভ্রমণের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা আরোপ করে দেশটি।

শর্তগুলোর মধ্যে রয়েছে-

যুক্তরাজ্য, দক্ষিণ আফ্রিকাসহ করোনাভাইরাসের নতুন ধরনটি শনাক্ত হয়েছে এমন দেশ থেকে সৌদি আরবে প্রবেশের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিকে কমপক্ষে ১৪দিন এসব দেশের বাইরে অবস্থান করতে হবে। তবে যদি মানবিক বা জরুরি কোনো কাজে এসব দেশ থেকে কোনো সৌদি নাগরিককে নিজ দেশে প্রবেশ করতেই হয়, তাহলে তাকে অবশ্যই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারির অধীনে টানা ১৪ দিনের কোয়োরেন্টাইনে থাকতে হবে। এসময় তাদের দুই দফায় করোনা পরীক্ষা করা হবে। আর সৌদি আরবের নাগরিক নয় এমন ব্যক্তিদের ক্ষেত্রে দেশটিতে প্রবেশের পর ৭ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। এসময়ের মধ্যে তাদের একবার করোনা পরীক্ষা করা হবে।

টিএম