ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৯
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় ৯জন নিহত হয়েছেন। শনিবার (২ জানুয়ারি) ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ফ্রেসনো কাউন্টিতে প্রাইভেটকার (এসইউভি) ও ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে তারা নিহত হন। নিহতদের মধ্যে ৭ জন শিশু।
ক্যালিফোর্নিয়া হাইওয়ে পেট্রোল (সিএইচপি) বরাত দিয়ে রোববার (৩ জানুয়ারি) এ কথা জানায় বার্তাসংস্থা সিনহুয়া।
বিজ্ঞাপন
সংবাদ সম্মেলনে সিএইচপি জানায়, স্টেট রুট ৩৩ তে শনিবার (২ জানুয়ারি) স্থানীয় সময় রাত আটটার দিকে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে। প্রাইভেটকারের (এসইউভি) ড্রাইভার নিয়ন্ত্রণ হারালে অপর দিক থেকে আসা পিকআপ ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে।
এতে পিকআপে আগুন ধরে গেলে এর আট যাত্রীর সকলে এবং প্রাইভেটকারের ড্রাইভার নিহত হন।
বিজ্ঞাপন
দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে বলে জানিয়েছে সিএইচপি। অবশ্য দুর্ঘটনায় নিহতদের ব্যাপারে খুব বেশি তথ্য প্রকাশ করেনি সংস্থাটি।
এদিকে ফ্রেসনো কাউন্টি অফিসের কর্মকর্তা টনি বটি বলেন, দুর্ঘটনায় নিহতদের পরিচয় জানতে কাজ চলছে। নিহত ট্রাকচালক একজন প্রাপ্তবয়স্ক এবং ৭ জন শিশু।
তিনি বলেন, হতাহতদের দুটি পরিবারই একে-অপরের সঙ্গে সম্পর্কযুক্ত বলে মনে হচ্ছে। নিহত ৭ শিশুর বয়স ৬ থেকে ১৫ বছরের মধ্যে বলেও জানান তিনি।
টিএম