বাইডেনের বিজয় ঠেকাতে মাঠে ডজনখানেক সিনেটর
মার্কিন সিনেটর টেড ক্রুজ
গেল বছরের নভেম্বরে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে ভোট কারচুপির বিষয়টি সামনে এনে বেশ জোরেশোরেই মাঠে নামতে চাইছেন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টির সিনেটররা। নির্বাচনে ভোট কারচুপি অভিযোগ তদন্তে কমিশন গঠন না করা পর্যন্ত জো বাইডেনের বিজয় মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছেন দেশটির প্রায় এক ডজন সিনেটর।
আগামী ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বগ্রহণ করবেন বাইডেন। আর এর আগেই বাইডেনের ক্ষমতাগ্রহণকে শেষ বারের মতো বাধাগ্রস্ত করতে প্রস্তুত প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান পার্টি।
বিজ্ঞাপন
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, প্রায় এক ডজন রিপাবলিকান সিনেটর ও নবনির্বাচিত সিনেটর শনিবার (২ জানুয়ারি) ঘোষণা দিয়েছেন, আগামী সপ্তাহে বাইডেনের জয় ঘোষণার জন্য ইলেক্টোরাল কলেজ ভোট গণনার বিপক্ষে ভোট দেবেন তারা।
যদিও এখন পর্যন্ত রিপাবলিকান পার্টি ভোট জালিয়াতির পক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেনি। এমনকি এতোদিন ধরে তাদের উত্থাপিত বিভিন্ন অভিযোগ হালে পানি পায়নি মার্কিন আদালতেও। কিন্তু তারপরেও কেবল অভিযোগের ওপর ভিত্তি করেই ইলেক্টোরাল কলেজ ভোটের বিপক্ষে তারা ভোট দেবেন বলে জানিয়েছেন।
বিজ্ঞাপন
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, আগামী সপ্তাহে ইলেক্টোরাল কলেজ ভোট গণনায় বাইডেনের বিপক্ষে ভোট দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ১১ জন রিপাবলিকান সিনেটর।
এই সিনেটররা হলেন- টেক্সাসের টেড ক্রুজ, ওমিংয়ের সিনথিয়া লুমিস, উইসকনসিনের রন জনসন, টেনেজের বিল হাগার্টি, ইন্ডিয়ানার মাইক ব্রাউন, মোন্টানার স্টিভ ডেইনস, লুইজিয়ানার জন কেনেডি, টেনেসির মারশা ব্ল্যাকবার্ন, কানাসের রজার মার্শাল, অ্যালাবামার টমি টিউবারভিলে ও ওকলাহমার জেমস ল্যাঙ্কফোর্ড।
যুক্তরাষ্ট্রের বিদায়ী ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স বলেছেন, ২০ জানুয়ারির আগে একটি ন্যায্য ও বিশ্বাসযোগ্য নিরীক্ষার পরিচালনা সম্পন্ন হওয়া উচিৎ যা আমাদের নির্বাচনী প্রক্রিয়ার ওপর মার্কিন জনগণের বিশ্বাস ‘নাটকীয়ভাবে’ ফিরিয়ে আনবে এবং আমাদের পরবর্তী প্রেসিডেন্টের বৈধতাকে বাড়িয়ে দেবে।
এদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্টের প্রধান সহকারী মার্ক শর্ট সংবাদমাধ্যম সিএনএন’কে দেয়া এক বিবৃতিতে বলেন, প্রেসিডেন্ট নির্বাচনে ভোট কারচুপির বিষয়ে মার্কিনিদের অনুভূতির ব্যাপারে মাইক পেন্স অবগত রয়েছেন। আর তাই মার্কিন নাগরিকদের অনুভূতিকে ‘মূল্য দিয়ে’ সিনেটরদের নেওয়া পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন পেন্স।
টিএম