যুক্তরাষ্ট্রের নিম্নকক্ষের আইনসভা কংগ্রেসের স্পিকার ডেমোক্র‌্যাট পার্টির ন্যান্সি পেলোসি এবং উচ্চকক্ষ সিনেটে সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকান দলের নেতা সিনেটর মিচ ম্যাককনেলের বাড়ি ভাঙচুর করা হয়েছে। শনিবার ভোরে ভাঙচুর হওয়া ম্যাককনেলের বাড়ির সদর দরজায় স্প্রে পেইন্টে লেখা ছিল, ‘আমার টাকা কোথায়?’

ম্যাককনেল বলেন, ‘ধ্বংসাত্মক কর্মকাণ্ড এবং উগ্র রাজনীতির কোনও স্থান আমাদের সমাজে নেই। আমি এবং আমার স্ত্রী এ ঘটনায় ভীত নই। আমরা শুধু আশা করছি লুইসভিলে আমাদের প্রতিবেশীরা যেন এই ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ডে অসুবিধা বোধ না করেন।’

লুইসভিল মেট্রো পুলিশের মুখপাত্র ডুইফট মিশেল বলেছেন, বাড়ি ভাঙচুরের ঘটনায় জড়িত সন্দেহে এখন পর্যন্ত কাউকে শনাক্ত করা যায়নি। এ ঘটনার নিন্দা জানিয়েছে কেন্টাকি রাজ্য রিপাবলিকান পার্টি। দলের পক্ষ থেকে এ ঘটনাকে ‘বিবেচনাবোধহীন কর্মকাণ্ড’ বলে উল্লেখ করা হয়।

এদিকে, শুক্রবার ভোরবেলায় মার্কিন নিম্নকক্ষের আইনসভা কংগ্রেসের স্পিকার ডেমোক্র‌্যাট নেতা ন্যান্সি পেলোসির সান ফ্রান্সিসকোর বাড়ি ভাঙচুর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এক বিবৃতিতে পুলিশ বলছে, ‘বাড়ির গ্যারেজের দরজায় গ্রাফিতি আঁকার পাশাপাশি বিক্ষুব্ধরা বাড়ির ফটকের কাছে ফুটপাতে একটি শুকরের কাটা মাথা রেখে গেছে।’ ইতোমধ্যে এ দুই ঘটনায় পুলিশি তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনী। 

করোনা মহামারির প্রেক্ষিতে কাজ হারানো মার্কিন নাগরিকদের আর্থিক প্রণোদনা হিসেবে জন প্রতি ৬০০ ডলার আর্থিক প্রণোদনা দেয়ার বিধান রেখে গত ডিসেম্বরের শেষভাগে একটি বিল পাস হয় যুক্তরাষ্ট্রের কংগ্রেসে।

এরপর সেটি আইন আকারে পাসের জন্য ডোনাল্ড ট্রাম্পের কাছে পাঠানো হয়। প্রণোদনার এই অর্থকে ‘খুব কম’ উল্লেখ করে বিলে সই থেকে বিরত থাকেন ট্রাম্প। প্রণোদনার অর্থ ৬০০ টাকা থেকে বাড়িয়ে ২০০০ টাকা করার প্রস্তাব দেন তিনি।

তবে তার এই প্রস্তাবের বিপক্ষে দেশটির উচ্চকক্ষ সিনেট এবং নিম্নকক্ষ কংগ্রেসের ডেমোক্র‌্যাট জনপ্রতিনিধিদের পাশাপাশি কিছু রিপাবলিকান নেতা ট্রাম্পের প্রস্তাবের বিপক্ষে অবস্থান নেয়ায় পরে ৬০০ টাকার আর্থিক প্রণোদনা বিলেই স্বাক্ষর করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।

সূত্র: সিএনএন।

এসএমডব্লিউ/এসএস