ভিন বর্ণে বিয়ে বোনের, ভগ্নিপতিকে কুপিয়ে খুন
ভিন বর্ণে বিয়ের অভিযোগে ভারতের উত্তরাঞ্চলীয় হরিয়ানা প্রদেশে এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে খুন করেছেন তার স্ত্রীর ভাইয়েরা। শুক্রবার রাতে হরিয়ানার পানিপথের ব্যস্ত বাজার সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।
এলাকার সিসিটিভি ফুটেজের চিত্রে দেখা যায়, ছুরি দিয়ে মোট ১২বার কোপানো হয় নীরজ (২৩) নামের ওই যুবককে। হামলার সময় পালানোর চেষ্টা করলেও বাঁচতে পারেননি নীরজ।
বিজ্ঞাপন
পশ্চিমবঙ্গের বাংলা দৈনিক আনন্দবাজার বলছে, এই ঘটনাকে অনার কিলিং (পরিবারের সম্মান রক্ষার্থে খুন) বলে সন্দহ করছে রাজ্য পুলিশের। এ ঘটনায় সন্দেহভাজন অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ।
পুলিশ বলছে, নীরজের সঙ্গে সম্পর্ক ছিল একই গ্রামের কোমল নামের একজন তরুণীর। গত নভেম্বর মাসে সাতপাকে বাঁধা পড়েন তারা। কিন্তু নীরজ ভিন বর্ণের হওয়ায় এই বিয়েতে প্রথম থেকেই আপত্তি ছিল কোমলের পরিবারের। তাদের অমতে গ্রাম পঞ্চায়েতে লিখিত মুচলেকা দিয়ে মালাবদল করেন নীরজ ও কোমল।
বিজ্ঞাপন
কিন্তু কোমলের পরিবার এই বিয়ে মেনে নিতে পারেনি উল্লেখ করে নীরজের ভাই জগদীশ জানান, কোমলের পরিবারের লোকজন বেশ কিছুদিন ধরেই নীরজকে হুমকি দিচ্ছিলেন। মুখোমুখি কথা বলতে চেয়ে শুক্রবার তাকে বাজার সংলগ্ন এলাকায় ডেকে পাঠান কোমলের ভাইয়েরা। সেই মতো নীরজ বাড়ি থেকে বের হন। এরপরে আর বাড়িতে ফেরা হলো না তার।
জগদীশ বলেন, নীরজ বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর কোমলকে ফোন করেন তার ভাইয়েরা বলেন, খুব শিগগিরই কাঁদতে হবে তাকে। পরে তার মৃত্যুর খবর পাই আমরা। এমনকি তার পরেও ওই বাড়ি থেকে হুমকি আসে। বলা হয়, আরও অনেকের রক্ত ঝরবে।
পানিপথের ডেপুটি পুলিশ সুপার সতীশ কুমার বৎস বলেন, ছেলেটির পরিবারের আপত্তি ছিল না। মেয়েটিও রাজি ছিলেন। গ্রাম পঞ্চায়েতের সভায় মুচলেকা দিয়ে বিয়ে সম্পন্ন হয়। কিন্তু মেয়েটির ভাইদের এই বিয়েতে সম্মতি ছিল না। তাই লাগাতার হুমকি দিয়ে যাচ্ছিলেন তারা।
বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। এই নিয়ে গত তিন দিনে হরিয়ানায় একই ধরনের দুটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটল। এর আগে, বুধবার রোহতকে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় ২৭ বছরের এক তরুণীর। গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয় তার ২৫ বছরের প্রেমিককে। পুলিশ বলছে, পরিবারের সদস্যদের আপত্তি স্বত্তেও প্রেমিককে বিয়ে করতে চেয়েছিলেন ওই তরুণী। বুধবার কোর্ট ম্যারেজ করতে যাচ্ছিলেন তারা। সেইসময় তরুণীর চাচা পিস্তল নিয়ে তাদের ওপর হামলা চালান।
সূত্র: আনন্দবাজার
এসএমডব্লিউ/এসএস