মার্কিন কংগ্রেসে ট্রাম্প সমর্থকদের নজিরবিহীন হামলার পর হোয়াইট হাউস থেকে ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের চিফ অব স্টাফ, হোয়াইট হাউসের ডেপুটি প্রেস সেক্রেটারি ও সোশ্যাল সেক্রেটারি পদত্যাগ করেছেন।

কংগ্রেসে হামলার পরপরই সবার আগে পদত্যাগ করেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের চিফ অব স্টাফ স্টেফানি গ্রিশাম। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ও কমিউনিকেশন্স ডিরেক্টর হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। 

গ্রিশামের পর হামলার ঘটনায় বিরক্ত জানিয়ে পদত্যাগ করেন হোয়াইট হাউসের ডেপুটি প্রেস সেক্রেটারি সারাহ ম্যাথিউস। এর কিছুক্ষণ পর তারপরই পদত্যাগ করেন হোয়াইট হাউসের সোশ্যাল সেক্রেটারি আন্না ক্রিস্টিনা 

সবার আগে পদত্যাগ করেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের চিফ অব স্টাফ স্টেফানি গ্রিশাম।

ট্রাম্প প্রশাসনে সবচেয়ে দীর্ঘমেয়াদে দায়িত্ব পালনকারীদের মধ্যে শীর্ষে রয়েছেন মেলানিয়া ট্রাম্পের চিফ অব স্টাফ স্টেফানি গ্রিশাম ও হোয়াইট হাউসের সোশ্যাল সেক্রেটারি আন্না ক্রিস্টিনা নিকিতা।  

ডেপুটি প্রেস সেক্রেটারি সারাহ ম্যাথিউস পদত্যাগ করার পর বলেছেন, ‘আজ কংগ্রেস হলে যা দেখলাম, তাতে আমি ভীষণভাবে বিরক্ত। আমাদের দেশে ক্ষমতার শান্তিপূর্ণ হস্তান্তর প্রয়োজন।’

পদত্যাগের পর গ্রিশাম বলেন, ‘হোয়াইট হাউসে কাজের মাধ্যমে এ দেশ সেবার সুযোগ পেয়ে আমি সম্মানিত বোধ করি। ট্রাম্প প্রশাসনের অনেক কাজের সঙ্গে আমি যুক্ত থেকেও গর্ব বোধ করি।’

ডেপুটি প্রেস সেক্রেটারি সারাহ ম্যাথিউস পদত্যাগ করার পর বলেছেন, ‘আজ কংগ্রেস হলে যা দেখলাম, তাতে আমি ভীষণভাবে বিরক্ত।

২০১৫ সালে প্রেসিডেন্টপ্রার্থী ট্রাম্পের সঙ্গী গ্রিশাম। ট্রাম্প ক্ষমতায় আসার পর তিনি হোয়াইট হাউসের প্রেসি সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেলেও ২০১৭ সালে তিনি মেলানিয়া ট্রাম্পের চিফ অব স্টাফ হিসেবে নিয়োগ পান।

তবে মেলানিয়া ট্রাম্পের অফিস থেকে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। গ্রিশাম ও সারাহ নিজেদের অবস্থান জানালেও সোশ্যাল সেক্রেটারি নিকিতা তার পদত্যাগ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

এদিকে মার্কিন কংগ্রেসে ট্রাম্প সমর্থকদের ওই হামলা ঠেকাতে গিয়ে নিরাপত্তারক্ষীদের গুলিতে চারজন নিহত হয়েছেন। কয়েক ঘণ্টার চেষ্টা শেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর কংগ্রেসের অধিবেশন আবার শুরু হয়েছে।  
 
এএস