পরাজয় মেনে ক্ষমতা হস্তান্তরের ঘোষণা ট্রাম্পের
যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবনে (ক্যাপিটল হিলে) ট্রাম্প সমর্থকদের হামলার পর কংগ্রেসে জো বাইডেনের জয়ে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার খবর শুনে অবশেষে পরাজয় মেনে নিলেন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
গত নির্বাচনে হেরে গেলেও জালিয়াতির অভিযোগ তুলে পরাজয় মেনে না নিলেও ক্ষমতার মেয়াদ শেষ হওয়ার ঠিক দুই সপ্তাহ আগে কংগ্রেসে প্রাণঘাতী হামলার পরই ডেমোক্র্যাট জো বাইডেনের জয়ে স্বীকৃতি দিলেন তিনি।
ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, বরাবরে মতোই এবারও আগামী ২০ জানুয়ারি ক্ষমতার রদবদল হবে। অথচ তার এতদিনের আচরণে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর নিয়ে যুক্তরাষ্ট্রে ব্যাপক উদ্বেগ ও উৎকণ্ঠা তৈরি হয়েছিল।
বিজ্ঞাপন
কংগ্রেসে ইলেকটোরাল ভোট গণনার ফল আসার পর টুইটারে দেওয়া বিবৃতিতে ট্রাম্প লিখেছেন, ‘যদিও আমি নির্বাচনের ফলাফলের সাথে পুরোপুরি একমত নই তবুও ২০ জানুয়ারি সুশৃঙ্খলভাবে ক্ষমতাও হস্তান্তর ঘটবে।’
ট্রাম্পের বিবৃতিটি প্রকাশিত হয়েছে তার এক সহযোগীর টুইটার অ্যাকাউন্ট থেকে। কেননা কংগ্রেসে হামলায় উসকানি দেওয়ার অভিযোগে টুইটার কর্তৃপক্ষ ট্রাম্পের অ্যাকাউন্ট ১২ ঘণ্টার জন্য বন্ধ করে দিয়েছে।
বিজ্ঞাপন
এএস