মার্কিন পার্লামেন্টে হামলায় পশ্চিমের গণতন্ত্রকে ভঙ্গুর বলছে ইরান
যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের ক্যাপিটল ভবনে চালানো তাণ্ডব পশ্চিমা গণতন্ত্রের ভঙ্গুর দশা তুলে ধরছে বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। জো বাইডেনের জয়ের স্বীকৃতি নিয়ে বুধবার মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশন চলাকালীন ট্রাম্প সমর্থকদের নারকীয় তাণ্ডবের পর বৃহস্পতিবার এই মন্তব্য করেছেন তিনি।
রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে দেয়া এক ভাষণে ইরানি এই প্রেসিডেন্ট বলেন, আমরা বুধবার সন্ধ্যায় এবং আজ যুক্তরাষ্ট্রে যা দেখেছি, তা মোটাদাগে পশ্চিমা গণতন্ত্রের নাজুক এবং দুর্বল পরিস্থিতিকে তুলে ধরেছে।
বিজ্ঞাপন
তিনি বলেন, আমরা দেখেছি যে, বিজ্ঞান এবং শিল্পের অগ্রগতি হলেও দুর্ভাগ্যজনকভাবে পশ্চিমা বিশ্ব জন-আকাঙ্ক্ষাবিরোধী উর্বর ভূমিতে পরিণত হয়েছে। হাসান রুহানি বলেন, একজন পপুলিস্ট ক্ষমতায় এসেছেন এবং তিনি গত চার বছরে নিজের দেশকে বিপর্যয়ের দিকে নিয়ে গেছেন।
আমি আশা করছি, পুরো বিশ্ব এবং হোয়াইট হাউসের পরবর্তী দখলদার এ ঘটনা থেকে শিক্ষা নেবেন।
ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি
বিজ্ঞাপন
আগামী ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাওয়া জো বাইডেনের প্রশাসনের নীতি-নৈতিকতায় পরিবর্তন আসবে বলে প্রত্যাশা করেন তিনি।
আমেরিকানদের জন্য মর্যাদাপূর্ণ অবস্থানে দেশকে ফিরিয়ে আনার জন্য জো বাইডেন নেতৃত্বাধীন নতুন প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন হাসান রুহানি। এর কারণ হিসেবে তিনি বলেছেন, আমেরিকানরা মহান। নিজেদের উপকার এবং বিশ্বের ভালোর জন্য তারা যৌক্তিক এবং বৈধ অবস্থানে ফিরে আসতে পারে।
অতীতে যুক্তরাষ্ট্রকে প্রায়ই বড় শয়তান হিসেবে উল্লেখ করলেও এবার আমেরিকাকে একটি মহান দেশ বলে মন্তব্য করেছেন হাসান রুহানি।
জো বাইডেনের জয়ের স্বীকৃতি নিয়ে বুধবার মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাজার হাজার সমর্থক ক্যাপিটল ভবনে ব্যাপক ভাঙচুর করে। এতে এখন পর্যন্ত অন্তত চারজনের প্রাণহানি এবং অর্ধ-শতাধিক মানুষকে গ্রেফতার করা হয়েছে।
পার্লামেন্টে হামলার এই ঘটনার তীব্র সমালোচনা করে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, এটি ‘গণতন্ত্রের নজিরবিহীন লাঞ্ছনা।’ এক ভিডিওবার্তায় তিনি বলেন, ‘ক্যাপিটলে ঢুকে হইচই, দরজা-জানালা, আসবাবপত্র ভাঙচুর, যুক্তরাষ্ট্রের সিনেট ভবনের অফিস দখল, আগ্নেয়াস্ত্রের ব্যবহার, নির্বাচিত জনপ্রতিনিধিদের নিরাপত্তা হুমকির মুখে ফেলা– এসব কোনও প্রতিবাদী কর্মকাণ্ড নয় বরং রাষ্ট্রদ্রোহ। গণতন্ত্রের এই লাঞ্ছনা নজিরবিহীন।’
ক্যাপিটল হিলে এই সহিংসতাংয় কংগ্রেসের অধিবেশন কিছু সময়ের জন্য বন্ধ হয়ে গেলেও পরবর্তীতে ইলেকটোরাল কলেজ ভোট শুরু হয়।
৫০টি অঙ্গরাজ্যের ইলেকটোরাল কলেজ ভোট সত্যায়ন করে চূড়ান্ত ফল ঘোষণা করেন অধিবেশনের সভাপতি ভাইস প্রেসিডন্ট মাইক পেন্স। এতে প্রেসিডেন্ট জো বাইডেন ৩০৬টি এবং ডোনাল্ড ট্রাম্প ২৩২টি ভোট পেয়েছেন।
চরম উদ্বেগ আর উৎকণ্ঠার অবসান ঘটিয়ে ইলেকটোরাল কলেজ ভোট গণনা শেষে জো বাইডেনকে পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট এবং কমলা হ্যারিসকে পরবর্তী ভাইস প্রেসিডেন্ট হিসেবে অনুমোদন দেয় মার্কিন কংগ্রেস। আগামী ২০ জানুয়ারি নবনির্বাচিত প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট শপথ নেবেন।
এসএস