যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবনের যৌথ অধিবেশন চলাকালীন ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের হামলা করেন। সংঘর্ষের প্রাণ হারিয়েছেন চার জন। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত নজিরবিহীন সেই হামলার ঘটনার ছবি নিয়ে এই প্রতিবেদন।
কাঁদানে গ্যাস ছুঁড়ে ক্যাপিটল হিলের সামনে ট্রাম্প সমর্থকদের ছত্রভঙ্গ করার চেষ্টা করছে পুলিশ। ট্রাম্প সমর্থক বিক্ষোভকারীরা ভবনে ঢোকার চেষ্টা করলে মরিচের গুড়া ছিটিয়ে দেওয়া হচ্ছে।২০২০ সালের নির্বাচনের ফলাফলের সত্যতা প্রমাণের জন্য কংগ্রেসের যৌথ অধিবেশন চলাকালীন এক বিক্ষোভকারী প্রবেশের চেষ্টা করতে গেলে মরিচের গুড়া ছুঁড়ে দিচ্ছেন একজন ক্যাপিটল পুলিশ কর্মকর্তা।বিক্ষোভকারীরা নিম্নকক্ষ প্রতিনিধি পরিেদের চেম্বারে প্রবেশের চেষ্টা করার সময় মানুষজন ভবনের গ্যালারিতে আশ্রয় নেন।ট্রাম্প সমর্থকরা হামলা চালানোর পরে কংগ্রেসের কর্মীরা অফিসের ভিতরেই ব্যারিকেড দিয়ে বাধা দেওয়ার চেষ্টা করছেন।সাংবাদিক ও হাউসের গণমাধ্যম কর্মীদের সংযুক্ত একটি অফিস ভবনে সরিয়ে নিচ্ছেন ক্যাপিটল পুলিশের সদস্যরা।প্রেসিডেন্ট ট্রাম্পের সমর্থকরা পুলিশ কর্মকর্তাদের মুখোমুখি হওয়ায় সিনেট চেম্বারের বাইরের হাটার গলি ধোঁয়ায় ভরে গেছে।মার্কিন কংগ্রেসের স্পিকার ন্যান্সি পেলোসির কার্যালয়ে ঢুকে তার চেয়ারে শুয়ে আছেন একজন ট্রাম্প সমর্থক বিক্ষোভকারী। নিরাপত্তা বেষ্টনী ভেঙ্গে ভেতরে প্রবেশের পর ট্রাম্প সমর্থক বিক্ষোভকারীদের উচ্ছ্বাস।তিন ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর ওয়াশিংটন ডিসিতে জরুরি অবস্থা জারি করা হয়। এ সময় ক্যাপিটল হিল পাহারা দিচ্ছে পুলিশ।