ট্রাম্পকে এখনই ক্ষমতাচ্যুত করতে চান ডেমোক্র্যাটরা
যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনে কংগ্রেসের যৌথ অধিবেশনে সমর্থকদের হামলার পর ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করার দাবি জানিয়েছেন ডেমোক্র্যাটদলীয় আইনপ্রণেতারা। বুধবার (৬ জানুয়ারি) মার্কিন কংগ্রেসে এই নজিরবিহীন হামলার ঘটনা ঘটে। এতে চারজন নিহত হয়।
কংগ্রেসে হামলার দায়ে অনতিবিলম্বে ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করার দাবি জানিয়েছেন ডেমোক্র্যাট সিনেটর চাক শুমার। আর এটা সম্ভব না হলে ট্রাম্পকে অভিশংশিত (ইমপিচ) করার কথা বলেছেন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি।
বিজ্ঞাপন
তবে ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করতে হলে রিপাবলিকানদেরও সমর্থন লাগবে। কিন্তু মাত্র হাতেগোনা কয়েকজন রিপাবলিকান সদস্য ট্রাম্পকে ক্ষমতা থেকে সরাতে আগ্রহী।
এদিকে নিয়মতান্ত্রিকভাবে ক্ষমতা হস্তান্তর করবেন বলে এক ভিডিও বার্তায় জানিয়েছেন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, আগামী ২০ জানুয়ারি নতুন প্রশাসন দায়িত্বগ্রহণ করবে। তিনি শান্তি ও ঐক্যের ডাক দেন।
বিজ্ঞাপন
ক্যাপিটল ভবনে বুধবারের হামলার দিকে ইঙ্গিত করে ট্রাম্প বলেন, আমাদেরকে শান্ত ও ধৈর্য্যশীল হতে হবে।
সাময়িক নিষেধাজ্ঞা কাটিয়ে অ্যাকাউন্ট আবার চালু হওয়ার পর বৃহস্পতিবার টুইটারে শেয়ার করা ভিডিও বার্তায় একথা বলেন তিনি।
ক্যাপিটল ভবনের হামলা ও সংঘর্ষের ঘটনায় কমপক্ষে চার জন নিহত হয়েছে এবং এখন পর্যন্ত ৬৮ জনকে আটক করা হয়েছে।
এদিকে হামলাকারীদের রুখতে ব্যর্থ হওয়ায় তীব্র সমালোচনার শিকার হচ্ছেন নিরপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তারা। এছাড়া হাউস অব রিপ্রেজেন্টিটিভ’র নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তাও পদত্যাগ করেছেন।
পাশাপাশি ন্যান্সি পেলোসির আহ্বানের পর ইউএস ক্যাপিটল পুলিশের (ইউএসসিপি) প্রধান স্টিভেন সান্ডও পদত্যাগ করেছেন বলে জানা গেছে। আগামী ১৬ জানুয়ারি থেকে তার এই পদত্যাগ কার্যকর হবে।
বুধবার ক্যাপিটল ভবনে হামলার পর ট্রাম্পের আশেপাশে যেন পদত্যাগের হিড়িক পড়েছে। হামলার প্রতিবাদে সর্বশেষ পদত্যাগ করেছেন ট্রাম্প প্রশাসনের ট্রান্সপোর্ট সেক্রেটারি এলায়িন ক্যাও।
টিএম