ইরানে ভিন্ন মতাবলম্বী সাংবাদিকের মৃত্যুদণ্ড কার্যকর
শিয়া সংস্কারপন্থী সাংবাদিক রুহুল্লাহ জ্যাম
প্রায় তিন বছর আগে ইরানে সরকারবিরোধী বিক্ষোভের সময় সহিংসতা উসকে দেয়ার দায়ে দোষী সাব্যস্ত দেশটির ভিন্ন মতাবলম্বী এক সাংবাদিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। শনিবার এই সাংবাদিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে জানানো হয়েছে।
গত মঙ্গলবার ইরানের সুপ্রিম কোর্ট সাংবাদিক রুহুল্লাহ জ্যামের মৃত্যুদণ্ডের সাজা বহাল রাখেন। কয়েক বছরের নির্বাসন শেষে দেশে ফেরার পর ২০১৯ সালে তাকে গ্রেফতার করে ইরানের আইনশৃঙ্খলাবাহিনী। ভিন্ন মতাবলম্বী এই সাংবাদিকের নিজস্ব সংবাদমাধ্যম আমাদ নিউজের অনুসারীর সংখ্যা দশ লাখের বেশি।
বিজ্ঞাপন
রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সেডা ভা সীমা বলছে, শনিবার সকালের দিকে কাউন্টার-রেভুল্যুশনারি সংবাদমাধ্যম আমাদ নিউজের পরিচালক রুহুল্লাহ জ্যামকে ফাঁসির দড়িতে ঝোলানো হয়েছে।
ইরানের সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে ফ্রান্স এবং আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থা। দেশটির শিয়া সংস্কারপন্থী প্রখ্যাত এক আলেমের ছেলে জ্যাম কয়েক বছর আগে ইরান থেকে পালিয়ে ফ্রান্সে আশ্রয় নিয়েছিলেন।
বিজ্ঞাপন
গত বছরের অক্টোবরে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী গোয়েন্দা তথ্য-উপাত্ত ব্যবহার করে জটিল এক অভিযান চালিয়ে জ্যামকে আটক করার তথ্য জানায়। তবে দেশটির কোন অঞ্চলে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে; সেবিষয়ে কোনও তথ্য প্রকাশ করা হয়নি।
২০১৭ সালে দ্রব্যমূল্য বৃদ্ধি, বেকারত্ব ও দুর্নীতির বিরুদ্ধে ইরানে সরকারবিরোধী ব্যাপক বিক্ষোভ-সহিংসতা হয়। এতে তিন শতাধিক মানুষের প্রাণহানি ও আরও অনেকেই আহত হন। সরকারবিরোধী এই বিক্ষোভ থেকে দেশটির হাজার হাজার মানুষকে গ্রেফতার করা হয়।
সেই সময় ইরানে সরকারবিরোধী বিক্ষোভের নেপথ্যে দেশটির নির্বাসিত নাগরিকরা ইন্ধন দিচ্ছেন বলে অভিযোগ করে তেহরান। এছাড়া চিরশত্রু যুক্তরাষ্ট্র এবং আঞ্চলিক প্রতিদ্বন্দী সৌদি আরবও ওই বিক্ষোভ উসকে দিয়েছে বলেও অভিযোগ করে ইরান।
সহিংসতায় উসকানি দেয়ার অভিযোগে ২০১৮ সালে জ্যামের সংবাদমাধ্যম আমাদ নিউজের বার্তা আদানপ্রদানের মাধ্যম টেলিগ্রাম অ্যাকাউন্ট বন্ধ করে দেয় ইরানের সরকার। যদিও পরবর্তীতে অন্য নামে টেলিগ্রামে অ্যাকাউন্ট সচল রাখে আমাদ নিউজ।
সূত্র : রয়টার্স, আলজাজিরা।
এসএস